নিজে জড়িয়েছেন একাধিক সম্পর্কে, প্রেম ভাঙা নিয়ে বাংলার প্রতিযোগীকে ‘কুৎসিত’ ইঙ্গিত সলমনের!

বাংলাহান্ট ডেস্ক: বাংলার নাম উজ্জ্বল করার পর সঙ্গীতের জাতীয় মঞ্চে জায়গা করে নিয়েছেন পাঁচ বাঙালি মহারথী। এঁদের মধ‍্যে বিশেষ ভাবে নজর কেড়েছেন দীপায়ন বন্দ‍্যোপাধ‍্যায় (dipayan banerjee)। কলকাতার ছেলে দীপায়ন নিজের অদ্ভূত সুন্দর গানের গলা শুনিয়ে যেমন মুগ্ধ করেছেন বিচারকদের, তেমনি তাঁর প্রেম ভাঙার গল্প ‘ডেডলি দেবদাস’ উপাধি পাইয়ে দিয়েছে দীপায়নকে। কিন্তু এবার এই গল্প নিয়েই মজায় মাতলেন সলমন খান (salman khan)।

সম্প্রতি ‘সা রে গা মা পা’ এর মঞ্চে ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’এর গোটা টিম নিয়ে এসেছিলেন সলমন। তাঁরই ছবির গান গেয়ে শোনান দীপায়ন। প্রতিযোগীদের সঙ্গে গলা মেলাতে দেখা যায় ভাইজানকে। এরপরেই দীপায়ন হাতের ট‍্যাটুটি দেখিয়ে জানান যে প্রেমে বিচ্ছেদের পরেই এই ট‍্যাটুটি করিয়েছিলেন তিনি।

87909270
হতবাক সলমন জিজ্ঞাসা করেন, কত বছর হল? দীপায়ন উত্তর দেন, আট-নয় বছর। এরপরেই সলমন বলে ওঠেন, “তুমি অদ্ভূত ধরনের… মানুষ”। সলমনের মন্তব‍্য শুনে হাতহালি দিয়ে হেসে ওঠেন বিচারকরা। বিশাল ডাডলানিই ভিডিওটি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, একমাত্র সলমনই বিষয়টা যেমন তেমন ভাবে বলতে পারেন।

সলমনের কথা বলতে গেলে, এখনো অবিবাহিত থাকলেও প্রেমের সম্পর্কে কখনো না বলেননি বলিউডের ভাইজান। এক দুই নন, বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার মধ‍্যে কোনোটিই টেকেনি। শোনা যায়, সলমনের ‘হিংস্র’ স্বভাবের জন‍্যই নাকি তাঁর সবকটি সম্পর্কের এই পরিণতি। সেই সলমনই দীপায়নকে নিয়ে এমন ‘কুৎসিত’ ইঙ্গিত বাঙালি দর্শকদের একাংশ বেশ ক্ষুব্ধই হয়েছেন।

https://www.instagram.com/p/CWr2fcTo0Bu/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, দীপায়ন ছাড়াও সঙ্গীতের জাতীয় মঞ্চে প্রতিযোগিতায় রয়েছেন, অনন্যা চক্রবর্তী, কিঞ্জল চট্টোপাধ্যায়, নীলাঞ্জনা রায়,  স্নিগ্ধজিৎ ভৌমিকরা। কেউ না কেউ সেরার পুরস্কার সঙ্গে করে নিয়ে আসুক এটাই কামনা দর্শকদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর