বাংলাহান্ট ডেস্ক : ধীরে ধীরে রাজত্ব হারাচ্ছেন সলমন খান (Salman Khan)। বলিউডের ভাইজানের যে আর আগের মতো দাপট নেই তা বেশ বুঝতে পারছেন সকলেই। দু বছর আগে ইদে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ হয়েছিল ছবিটি। তারপর আবার চলতি বছরে ইদ উপলক্ষে নতুন ছবি এনেছেন সলমন- ‘সিকন্দর’। কিন্তু তা তো অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারেইনি, উপরন্তু নতুন করে বিতর্ক দানা বেঁধেছে ছবিটিকে ঘিরে।
সলমনের (Salman Khan) সিকন্দর ছবি বয়কটের ডাক
সিকন্দর পরিচালক এ আর মুরগাদোস এর বিরুদ্ধে সংখ্যালঘু বিদ্বেষের অভিযোগ উঠেছে। পরিচালককে ‘মুসলিম বিদ্বেষী’ তকমা দিয়ে সিকন্দর এর উপরে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছেন, আইনজীবী তথা সমাজকর্মী শেখ ফায়াজ আলম। অভিযোগটা ঠিক কি নিয়ে? কী এমন দেখান হয়েছে সিকন্দর ছবিতে? জানা যাচ্ছে, অভিযোগের তীর আদৌ সিকন্দরের দিকে নয়। পরিচালকের অপর একটি ছবির বিতর্কের আঁচ এসে লেগেছে সলমনের (Salman Khan) ছবির উপরে।
কী অভিযোগ উঠেছে: ওই আইনজীবীর অভিযোগ, ‘থুপক্কি’ নামক একটি ছবিতে সংখ্যালঘু বিদ্বেষ দেখিয়েছেন পরিচালক মুরগাদোস। তাই এবার একই পরিচালকের ‘সিকন্দর’ ছবিটিও না দেখার দাবি করেছেন আইনজীবী। একই সঙ্গে তিনি আর্জি জানিয়েছেন, বিনোদনের পেছনে অর্থ খরচ না করে সেটা যুদ্ধ বিধ্বস্ত গাজার জন্য বা মুসলিমদের শিক্ষা, আইন উন্নতির কাজে লাগানো হোক। এখানেই না থেমে রাজনৈতিক দিকেও টেনে এনেছেন তিনি বিষয়টা। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানদের মতো রাজনীতিবিদদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন তিনি, তাঁরা কি সংখ্যালঘুদের পাশে থাকবেন?
আরো পড়ুন: তিন খানের মিলিত সম্পত্তিকেও টেক্কা দেবে, ফোর্বসের বিচারে ইনিই বলিউডের ধনীতম ব্যক্তি!
বক্স অফিসে ব্যর্থ হয়েছে ছবি: প্রসঙ্গত, আগে ইদ উপলক্ষে সলমনের (Salman Khan) ছবি ছিল বাঁধাধরা বিষয়। সেই ছবি দেখার জন্য অনুরাগীদের উন্মাদনাও ছিল দেখার মতো। কিন্তু যত দিন এগিয়েছে ততই জনপ্রিয়তা হারিয়েছেন সলমন (Salman Khan)। চলতি বছর সিকন্দর এর বক্স অফিস সংগ্রহ দেখেই সে কথা স্পষ্ট হয়। অনুরাগীদের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ সলমন। অথচ চেষ্টার ত্রুটি রাখেননি ভাইজান।
আরো পড়ুন : ধরে রাখতে পারলেন না, দায়িত্ব পেতে না পেতেই তিন মাসের মধ্যে ট্রাম্পের সরকার ছাড়ছেন মাস্ক!
বিষ্ণোই গ্যাং এর উপর্যুপরি হুমকি উপেক্ষা করেই শুটিং করেছেন এই ছবির। কিন্তু ভাগ্যের পরিহাস। ছবি প্রেক্ষাগৃহে আসার আগেই ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। এতে যে ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বয়সের ঢের ছোট নায়িকা রশ্মিকা মন্দানাকেও সলমনের পাশে মানতে পারেননি অনেকেই। দর্শকদের একটা বড় অংশের মতে, আগের থেকে ওজন অনেকটাই বেড়েছে অভিনেতার। ফলত ক্লান্ত লাগছে তাঁকে। সব মিলিয়ে বলিউডে ভাইজান প্রভাব যে ফিকে হতে শুরু করেছে, তেমনটাই মনে করছেন অনেকে।