বাংলাহান্ট ডেস্ক : কেরিয়ারে খারাপ সময় যেন কাটতেই চাইছে না সলমন খানের (Salman Khan)। এমনিতেই এখন ছবির সংখ্যা আগের থেকে অনেক কমিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিন পর আবারো ইদে মুক্তি পেল ভাইজানের ছবি। রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধে ‘সিকন্দর’ নিয়ে এসেছেন তিনি। কিন্তু বক্স অফিসে সেই আগের রমরমা উধাও। তেমন ভাবে প্রচারেও সাড়া ফেলতে পারেনি সিকন্দর। প্রশংসার থেকে টিটকিরি, কটাক্ষই বেশি জুটছে সলমনের (Salman Khan)। এবার মুখ খুললেন ভাইজান। তবে তার কথায় ক্ষোভ নয়, যেন পাওয়া গেল কষ্টের আভাস।
বক্স অফিসে ব্যর্থ সলমন খানের (Salman Khan) সিকন্দর
গত ৩০ শে মার্চ মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। কিন্তু এখনও পর্যন্ত তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি। ইতিমধ্যে অবশ্য ৮০ কোটি পেরিয়ে গিয়েছে বক্স অফিস কালেকশন। কিন্তু কোথাও যে একটা তাল কেটেছে তা বুঝতে পারছেন সকলেই। এমনকি ব্যতিক্রম নন সলমনও (Salman Khan)! সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে ভাইজানের কথা শুনে মন খারাপ হয়ে গিয়েছে ভক্তদেরও। কী এমন বললেন ভাইজান?
বলিউডকে নিয়ে অভিমানী সলমন: আসলে সিকন্দর নিয়ে আশ্চর্যজনক ভাবে নীরব বলিউড। ইন্ডাস্ট্রির এই ‘অস্বস্তিকর’ নীরবতা চোখে লেগেছে অনেকেরই। এ বিষয়ে মুখ খুলেই কার্যত বিষ্ফোরণ ঘটালেন সলমন (Salman Khan)। সিকন্দর নিয়ে চুপ কেন বলিউড? প্রশ্নের উত্তরে তিনি বলে ওঠেন, “হয়তো তাঁরা ভাবছে আমার তাঁদের সমর্থনের প্রয়োজন নেই। কিন্তু সকলেরই সমর্থনের দরকার হয়, আমারও আছে”।
আরো পড়ুন : মোদীর “কড়া বার্তা”-র পরেই হল কাজ! বাংলাদেশের উপদেষ্টার মুখে সম্প্রীতির বার্তা, হিন্দুদের যা বললেন…
নীরব রয়েছেন সকলেই: উল্লেখ্য, বলিউডে একমাত্র ববি দেওল এবং আমির খানের দেখা গিয়েছে সিকন্দর এর প্রচার করতে। সোশ্যাল মিডিয়ায় সলমনের (Salman Khan) ছবির প্রশংসা করে পোস্ট করতে দেখা গিয়েছিল ববিকে। অন্যদিকে সলমন এবং পরিচালক এ আর মুরগাদোসের সঙ্গে একটি প্রচারমূলক ভিডিওতে দেখা মিলেছিল আমিরের। এছাড়া সকলেই রয়েছেন চুপ। এমনকি মুখ বন্ধ ভাইজানের প্রিয় বন্ধু শাহরুখেরও।
আরো পড়ুন : ভূমিকম্পের বছর! মায়ানমারে বিপর্যয়ের পর এবার এই দ্বীপে ভয়াবহ কম্পন, জারি সুনামি সতর্কতা
প্রসঙ্গত, বিষ্ণোই গ্যাং এর উপর্যুপরি হুমকি উপেক্ষা করেই সলমন (Salman Khan) শুটিং করেছেন এই ছবির। কিন্তু বলিউডের এই নীরবতা প্রশ্ন তুলছে, তবে কি বিষ্ণোইদের হুমকির কারণেই কেউ প্রকাশ্যে সলমনকে সমর্থন করতে ভয় পাচ্ছেন? বলিউডে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন সলমন? প্রশ্নগুলি ভাবাচ্ছে অভিনেতার অনুরাগীদেরও।