‘আত্মহত‍্যার রোগে’ ভুগছিলেন, ঠিক মতো কথাও বলতে পারতেন না! যন্ত্রণার কথা জানালেন সলমন!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘দাবাং খান’ হিসাবেই পরিচিত সলমন খান (Salman Khan)। বরাবর তাঁকে বিন্দাস আন্দাজেই দেখা গিয়েছে। দ‍রকার মতো বলিউড তারকাদের ‘শাসানি’ও দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। ইন্ডাস্ট্রির অন‍্যতম শক্ত খুঁটি সলমন। কে জানত যে এই মানুষটার ওই শক্ত সমর্থ মুখোশটার পেছনে এত কষ্ট লুকিয়ে রয়েছে?

শরীরচর্চা নিয়ে বরাবরই সচেতন সলমন। এই ৫৬ বছর বয়সেও তাঁর ৬ প‍্যাক অ্যাবস ঈর্ষা করার মতো। কিন্তু সলমনও এক সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ট্রাইজেমিন‍্যাল নিউরালজিয়া (Trigeminal Neuralgia) নামে একটি স্নায়বিক রোগে ভুগছিলেন তিনি। এই রোগের অপর নাম কী জানেন? সুইসাইড ডিজিজ (Suicide Disease) ওরফে আত্মহত‍্যার রোগ!

salman khan10
এই ঘটনা ২০১৭ সালের। দুবাইতে ‘টিউবলাইট’ ছবির একটি গান লঞ্চ করার সময়ে বিষয়টা নিয়ে মুখ খোলেন সলমন। তিনি জানান, রোগে আক্রান্ত হওয়ায় সারা শরীরে এতটাই যন্ত্রণা হত তাঁর যে ঠিক করে কথাও বলতে পারতেন না তিনি। পুরোপুরি মুখ খুলে কথা বলতে পারতেন না অভিনেতা।

সলমন জানান, এই রোগ এতটাই ভয়াবহ, যন্ত্রণা এতটাই যে তা সহ‍্য করতে না পেরে অনেক রোগীই আত্মহত‍্যার পথ বেছে নেয়। এই রোগ নিয়ে ২০০১ সালেও একবার মুখ খুলেছিলেন ভাইজান।

তিনি তখন বলেছিলেন, “আমার গলাটা একটু ফ‍্যাঁসফ‍্যাঁসে শোনায়। এর কারণ কিন্তু আমি মদ‍্যপ নই। রামাদান চলাকালীন আমি মদ‍্যপান করি না। আমার ওষুধের জন‍্য কণ্ঠস্বর এমন হয়ে গিয়েছে। আমি ভাল আছি। স্বাস্থ‍্যের দিকে নজর দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন।” মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

আগামীতে ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা যাবে সলমনকে। তাঁর বিপরীতে রয়েছেন ক‍্যাটরিনা কাইফ। ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। এছাড়াও জ‍্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘কিক ২’ এবং পূজা হেগড়ের সঙ্গে ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতেও অভিনয় করছেন সলমন। পাশাপাশি তেলুগু সুপারস্টার চিরঞ্জিবীর সঙ্গে ‘গডফাদার’ ছবিতেও দেখা যাবে সলমনকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর