মাদক কাণ্ডে গ্রেফতার গুণধর ছেলে, শাহরুখের পাশে দাঁড়ালেন এক সময়কার শত্রু সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রবিবার সকাল থেকেই উত্তাল বিনোদুনিয়া। মাদক কাণ্ডে ফের সক্রিয় নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। জালে এবার বড়সড় নাম, খোদ কিং খান পুত্র আরিয়ান খান (aryan khan)। মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করেছে NCB। ৪ ঠা অক্টোবর পর্যন্ত NCBর হেফাজতেই থাকতে হবে তাঁকে।

শোনা গিয়েছে ছেলের গ্রেফতারির খবর পেয়েই স্পেনে পাঠানের শুট বাতিল করেছেন শাহরুখ (shahrukh khan)। উদ্বিগ্ন গৌরীও নাকি আদালতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। অপরদিকে মুম্বইয়ে NCBর অফিসে পৌঁছান আইনজীবী সতীশ মানশিন্ডে। তাঁকেই আরিয়ানের আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন শাহরুখ। এদিন কিং খানের বাসভবন মন্নত থেকে একটি গাড়ির কনভয় বেরোতে দেখা যায়। তবে গাড়িতে কে কে ছিলেন তা জানা যায়নি।


পুরনো বন্ধুর এই দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়াতে দেখা গেল ইন্ডাস্ট্রির ভাইজান সলমন খানকে (salman khan)। এদিন সন্ধ‍্যাবেলা নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে মন্নতে এসে পৌঁছান তিনি। সঙ্গে সঙ্গে তাঁর গাড়ি ঘিরে ধরে পাপারাৎজি। গাড়ির সামনের সিটে বসেই হাত দিয়ে ইশারা করে তাঁর গাড়িকে যাওয়ার জায়গা করে দিতে বলতে দেখা যায় সলমনকে।


একটা সময় শাহরুখ সলমন ঘোর শত্রু হয়ে উঠেছিলেন একে অপরের। তবে অনেকদিন হয়ে গিয়েছে সমস্ত মনোমালিন‍্য মিটিয়ে ফেলে ফের বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা। একে অপরের আগামী ছবিতে ক‍্যামিও চরিত্রে অভিনয়ও করছেন তাঁরা। তাই দীর্ঘদিনের বন্ধুর এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়ে সাহস যোগানোটাই উচিত বলে মনে করেছেন সলমন।


রবিবার আরিয়ানকে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালায় NCB আধিকারিকরা। শোনা গিয়েছে, দীর্ঘ ছয় ঘন্টার জেরার পর কিং খান পুত্র স্বীকার করেন যে তিনি ওই পার্টিতে মাদক নিয়েছেন। তার ঘন্টা খানেকের মধ‍্যেই মাদক মামলায় আরিয়ানকে গ্রেফতার করে NCB। গ্রেহতারি পরোয়ানায় নিজের হাতে আরিয়ান লিখেছেন, ‘আমি বুঝতে পেরেছি আমাকে কেন গ্রেফতার করা হয়েছে। পরিবারের সদস‍্যদেরও ফোন মারফত আমি সেটাই জানিয়েছি।’

আরিয়ানের মোবাইল ফোনটি এখন NCB র আধিকারিকদের হাতে রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তাঁর হোয়াটস অ্যাপ চ‍্যাট। কাদের সঙ্গে কথাবার্তা বলতেন আরিয়ান, কোনো মাদক চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ আছে কিনা সেসবই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধবদের সঙ্গে কী কী বিষয়ে কথা বলতেন তিনি সেসবও নজরে রাখছেন আধিকারিকরা।

ক্রুজ থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে পার্টিতে ছেলে মেয়েদের জামার সেলাইয়ের মধ‍্যে, মেয়েদের ব‍্যাগের হাতলের মধ‍্যে লুকনো মাদক পাওয়া গিয়েছে। এমনকি আরিয়ানের লেন্সের কৌটোর মধ‍্যে থেকেও উদ্ধার হয়েছে মাদক। এনডিপিএস অ্যাক্টের আওতায় সেকশন ৮(সি), ২০(বি), ২৭ ও ৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে।

X