অবিবাহিত থেকেই ভোগ করছেন বিপুল ঐশ্বর্য, লক্ষ টাকায় নিজের ফ্ল‍্যাট ভাড়া দিলেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকাদের মধ‍্যে সবথেকে বেশি সম্পত্তির অধিকারীদের মধ‍্যে অন হলেন সলমন খান (salman khan)। সারা জীবন অবিবাহিত থেকে বিপুল পরিমাণ অর্থ রোজগার করেছেন তিনি। শোনা যায়, সলমনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬০ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩০৪ কোটি।

এই বয়সে এসেও রীতিমতো খেটে রোজগার করেন সলমন। উল্লেখ‍্য, তাঁর আয়ের একটা বড় অংশ আসে বাড়িভাড়া থেকে। সম্প্রতি জানা গিয়েছে, মুম্বইতে নিজের একটি ফ্ল‍্যাট ভাড়া দিয়েছেন সলমন। পশ্চিম বান্দ্রায় শিব আস্থান হাইটসে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছেন তিনি। জানা যাচ্ছে, ভাইজানের ফ্ল‍্যাটে থাকার জন‍্য প্রতি মাসে ভাড়া গুনতে হবে ৯৫ হাজার টাকা।


সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ৭৫৪ বর্গফুটের এই ফ্ল‍্যাটটি অ্যাপার্টমেন্টের ১৪ তলায় রয়েছে। জানা যাচ্ছে, ৩৩ মাসের জন‍্য ফ্ল‍্যাটটি ভাড়া দিচ্ছেন সলমন। ইতিমধ‍্যেই ভাড়াটিয়া পেয়ে গিয়েছেন অভিনেতা। ইতিমধ‍্যেই ২.৮৫ লক্ষ টাকা আগাম দেওয়া হয়েছে।

এছাড়াও মুম্বইয়ে আরো কিছু সম্পত্তি ভাড়া দিয়েছেন সলমন। এর মধ‍্যে রয়েছে বান্দ্রার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। সলমন খান ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের নামে এক মাসের জন‍্য ৮.২৫ লক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছে ফ্ল‍্যাটটি। মকবা হাইটসের ১৭ ও ১৮ তলার ফ্ল‍্যাট দুটি বাবা সিদ্দিকী ও জিশান সিদ্দিকীর মালিকানায় রয়েছে বলে খবর।

উল্লেখ‍্য, ছবি, বিজ্ঞাপনের পাশাপাশি টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’ এর সঞ্চালনাও করেন সলমন। সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা আয় হয় তাঁর। বিশেষ করে লকডাউনের পর থেকে পারিশ্রমিক আরো বাড়িয়ে দিয়েছেন তিনি। যে কারণে অভিনেতার আয়ও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকায়।

কিন্তু সলমন যদি বিয়েই না করেন তবে তার উত্তরসূরী হিসেবে এত বিপুল পরিমাণ ঐশ্বর্য ভোগ করবে কে? সলমন নিজেও এ বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। সেই মতোই ব‍্যবস্থাও করেছেন তিনি। একটি সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, তিনি হয়তো ভবিষ‍্যতেও বিয়ে করবেন না। তাই তাঁর সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে করে দিয়ে যাবেন। যদি বাস্তবিকই ভবিষ‍্যতে কোনোদিন তিনি বিয়ে করে উঠতে না পারেন তবে সব সম্পত্তিই যাবে ট্রাস্টের অনুদানে।

X