অতীতের সঙ্গে আর জড়াতে চান না, নিজের বিয়েতে সলমনকে আমন্ত্রণ করলেন না ক‍্যাটরিনা!

   

বাংলাহান্ট ডেস্ক: দিন এগিয়ে আসছে ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফের (katrina kaif) বিয়ের। রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসর্ট সিক্স সেন্সেস ফোর্ট, বারওয়ারাতেই বিয়ের আসর বসবে ভিকি ক‍্যাটরিনার। ইতিমধ‍্যেই নাকি দুই পক্ষের টিম পৌঁছে গিয়েছে বিয়ের প্রস্তুতির তদারকি করতে। হবু বর কনে ধীরেসুস্থে আসবেন পরে। এরই মধ‍্যে প্রকাশ‍্যে এল ‘ভিক‍্যাট’এর বিয়ের আমন্ত্রিতদের তালিকা।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে, জুটির ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানানো হবে। এর মধ‍্যে রয়েছেন করন জোহর, কবীর খান, আলি আব্বাস জাফর, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানী, বরুন ধাওয়ান ও নাতাশা দালালের নাম। তবে আমন্ত্রিতদের এখনো পত্র পাঠানো হয়নি। অদ্ভূত ভাবে ক‍্যাটরিনার ‘প্রাক্তন’ সলমন খানের নামই শোনা যায়নি আমন্ত্রিতদের তালিকায়।

893326 katrina vicky
আরো খবর শোনা যাচ্ছে, একাধিক নামী ইভেন্ট ম‍্যানেজমেন্ট কোম্পানিরা একসঙ্গে দায়িত্ব নিয়েছে হেভিওয়েট বিয়ে সুষ্ঠভাবে সম্পন্ন করার। অতিথিদের বিয়ের আসর পর্যন্ত নিয়ে আসতে এত গাড়ি ভাড়া করা হয়েছে যে গোটা শহরে গাড়ি কম পড়ে গিয়েছে।

শোনা গিয়েছে,  দিওয়ালির শুভলগ্নে পরিচালক কবীর খানের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল ভিকি ক‍্যাটরিনার বাগদান। লেহেঙ্গায় সেজেছিলেন ক‍্যাট সুন্দরী। শুধুমাত্র দুই পরিবারের সদস‍্যদের নিয়ে হয়েছে অনুষ্ঠান। রীতিমতো ফিল্মি স্টাইলে নাকি ক‍্যাটরিনাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিনেতা। প্রেমিকার জন‍্য তাঁর পছন্দসই ডার্ক চকোলেট ব্রাউনি অর্ডার দিয়ে আনিয়েছিলেন ভিকি।

Katrina Kaif Vicky Kaushal
সেই বাক্সের মধ‍্যেই লুকিয়ে রেখেছিলেন একটি আংটি। ক‍্যাটরিনার বাড়ি গিয়ে সাধারন ভাবেই কেকের বাক্সটি তাঁকে উপহার দেন ভিকি। ভেতরে থাকা সারপ্রাইজের জন‍্য প্রস্তুত ছিলেন না ক‍্যাট। বাক্সের ঢাকনা খুলতেই ভেতরে ব্রাউনির সঙ্গে বেরোয় একটি আংটি এবং একটি চিরকুট যাতে লেখা, ‘আমাকে বিয়ে করবে?’ সঙ্গে সঙ্গে হ‍্যাঁ বলে দিয়েছিলেন আপ্লুত ক‍্যাটরিনা।

৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে জনপ্রিয় বাঙালি ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির লেহেঙ্গাতেই সাজবেন ক‍্যাট। আপাতত পোশাকের খুঁটিনাটি বাছাই পর্ব চলছে। অভিনেত্রীর নাকি একটি সিল্কের কাপড় পছন্দ হয়েছে লেহেঙ্গার জন‍্য। বিয়ের আগে বেশ কিছুদিনের জন‍্য নাকি কাজ থেকে বিরতি নেবেন ক‍্যাটরিনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর