চোখে হারাচ্ছেন শেহনাজকে, সিদ্ধার্থের মৃত‍্যুর পর অভিনেত্রীর রক্ষাকর্তা হয়েছেন সলমন!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অপূরণীয় ক্ষতিগুলির মধ‍্যে একটি নিঃসন্দেহে সিদ্ধার্থ শুক্লার (Siddharth Shukla) অকাল মৃত‍্যু। গত বছর সেপ্টেম্বরে আচমকাই ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে গিয়েছিল প্রাক্তন বিগ বস প্রতিযোগীর মৃত‍্যুর খবরে। সকলেই চিন্তায় পড়ে গিয়েছিলেন সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিলকে (Shehnaz Gill) নিয়ে। শোকে এক রকম খাওয়া ঘুম ত‍্যাগ করেছিলেন তিনি।

কিন্তু শেহনাজের যে কতটা মানসিক শক্তি তার পরিচয় মিলেছে এই একটি ঘটনা থেকেই। সিদ্ধার্থকে হারানোর কষ্ট বুকে চেপেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বিগ বস সঞ্চালক সলমন খানও (Salman Khan) নাকি ঢাল হয়ে দাঁড়িয়েছেন শেহনাজের। সম্প্রতি রাজনৈতিক ব‍্যক্তিত্ব বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনের কথোপকথন আলাদা করে নজর কেড়েছে সবার।

Shehnaz Gill and Siddharth Shukla 3
একটি সুন্দর রূপোলি সালোয়ার কামিজে সেজে এসেছিলেন শেহনাজ। পার্টির বিশিষ্ট অতিথিদের মধ‍্যে একজন ছিলেন সলমন খান। শেহনাজের সঙ্গে তাঁর পরিচয় সেই বিগ বসের সময় থেকে। সিদ্ধার্থের মৃত‍্যুর পরেও একা বিগ বসে এসেছিলেন শেহনাজ। ভাইজানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন তিনি।

এদিন পার্টিতেও নাকি ঘন্টার পর ঘন্টা দুজনকে গল্প করতে দেখা গিয়েছে। শেহনাজকে নিজের পাশে বসিয়ে খাবার খাওয়ান সলমন। গোটা পার্টির সময়টায় শেহনাজের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে কড়া নজর ছিল অভিনেতার। এমনকি কেউ সলমনের সঙ্গে কথা বলতে এলেও শেহনাজকে কাছছাড়া করেননি তিনি। এক রকম নিজের পরিবারের সদস‍্যের মতোই তাঁর যত্ন করেছেন সলমন। মুখে হাসি লেগে ছিল শেহনাজেরও।

বিগ বস থেকেই সিদ্ধার্থ ও শেহনাজের সফর শুরু হয়েছিল। তাঁদের রসায়ন টিআরপি তুঙ্গে তুলেছিল। কোনোদিনই সেভাবে সম্পর্ক নিয়ে কথা না বললেও তাঁদের মধ‍্যে যে একটা বিশেষ কিছু ছিল তা সকলেই জানতেন। বিগ বস ১৩ জেতার পরে ১৪ তম সিজনে ‘সিনিয়র’ হিসাবে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। এমনকি বিগ বস OTT তেও অতিথি হিসাবে এসেছিলেন তিনি।

sidharth shukla pulling shehnaaz gill closer for a hug in a throwback video will make you miss sidnaaz
বলিউডি ছবিতে তেমন অভিনয় করেননি সিদ্ধার্থ। মূলত বিগ বস তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে তুলেছিল। মিষ্টি ব‍্যবহার দিয়ে বহু মানুষের মন জয় করেছিলেন সিদ্ধার্থ। তাঁর মৃত‍্যু ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিকে। সেপ্টেম্বরের শুরুতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয় সিদ্ধার্থ শুক্লা। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর