‘খারাপ কথাগুলো না ধরে সুশান্তের অনুরাগীদের পাশে দাঁড়ান’, অবশেষে মুখ খুললেন সলমন খান

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর। গত রবিবার, ১৪ জুন নিজের বান্দ্রার ফ্ল‍্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত‍্যা করেন তিনি। তারপর থেকেই কার্যত তোলপাড় হয়ে গিয়েছে বলিউড ইন্ডাস্ট্রি ও নেটদুনিয়ায়। সুশান্তের মৃত‍্যুর জন‍্য বহু নামজাদা ব‍্যক্তিত্বকে কাঠগড়ায় তুলেছে নেটজনতা। তাদের মধ‍্যে অন‍্যতম সলমন খান (salman khan)। ইন্ডাস্ট্রির একাধিক ব‍্যক্তিত্বও অভিযোগের তীর ছুঁড়েছেন ভাইজানের দিকে।
এতদিন এই বিষয়ে কোনও কথা না বললেও অবশেষে মুখ খুলেছেন সলমন। টুইট করে নিজের অনুরাগীদের সুশান্তের অনুরাগীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি। সলমন লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ ভাষা বা খারাপ কথাগুলোকে ধরবেন না। সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ান। ওই কথাগুলোর পেছনের আবেগটা বুঝুন। ওঁর পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ান। একজন কাছের মানুষের চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক।’

সলমনের এই টুইটের পর নতুন করে বিক্ষোভ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। সুশান্তের মৃত‍্যুতেও শোকজ্ঞাপন করে টুইট করেন সলমন। নেটিজেনদের বক্তব‍্য, এসবই লোক দেখানো কাজ করছেন তিনি।
প্রসঙ্গত, বলিউডের বেশ কয়েকজন মানুষ মুখ খুলেছেন সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তাদের মধ‍্যে রয়েছেন পরিচালক অনুরাগ কাশ‍্যপের ভাই অভিনব কাশ‍্যপ, প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা, মডেল পূজা মিশ্রা। অভিনব কাশ‍্যপ (abhinav singh kashyap) মন্তব‍্য করেন বলিউডে নতুন প্রতিভাদের কেরিয়ার নষ্ট করার পেছনে মূল হাত রয়েছে সলমন খান (salman khan) পরিবারের।


জিয়া খানের মা রাবিয়া খান অভিযোগ করেন ক্ষমতার জোর খাটিয়ে মেয়ের মৃত‍্যুর তদন্ত বন্ধ করে দিয়ৈছিলেন সলমন। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছেন মডেল পূজা মিশ্রা। গত বছরই তিনি অভিযোগ করেছিলেন সলমন খান ও সোহেল খান মিলে তাঁকে ধর্ষণ করেছেন। এবার ফের বলিউডে নেপোটিজম নিয়ে সলমন খানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পূজা।
অপরদিকে সুশান্ত সিং রাজপুতকে আত্মহত‍্যা করতে বাধ‍্য করার অভিযোগে বলিউডের আটজন হেভিওয়েটদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদের মধ‍্যে রয়েছেন সলমন খানও। বিহারের মুজফফরপুর আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

X