‘এবার তো বিয়ে করো…’ সালমানকে কেন বিয়ে করতে বলেন সঞ্জয়?

ঐশ্বর্য রাই, সংগীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ প্রমুখ বলি তারকাদের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। একাধিকবার পড়েছেন কটাক্ষের মুখেও। বন্ধুদের মাঝেই বিয়ে না করা নিয়ে ট্রোল হন সলমান খান (Salman Khan)। তবুও বিয়ে করেননি তিনি। অনুরাগীদের মতে মূলত ঐশ্বর্যর জন্যই বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। তবে, এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। জানাননি ঠিক কী কারণে বিয়ের পিঁড়িতে বসেননি তিনি।

এক সাক্ষাৎকারে সলমান (Salman Khan) জানান, তাঁকে বিয়ে নিয়ে রিতিমত জোর করেন সঞ্জয়। অনেকেই তাঁকে বিয়ের কথা বলেন, তবে সঞ্জয় ব্ল্যাংকমেইল করেন। সালমানের কথায়, ‘সঞ্জয় অনাকে বলে’, ‘ভাইজান এবারতো বিয়ে করে নাও। মানুষই কি একা সারাজীবন থাকতে পারে? তাই এবার তোমার বিয়ে করে নেওয়া উচিত।’ সঞ্জয় আরও বলেন, ‘ বিয়ে খুব পবিত্র বন্ধন, তোমি বাড়িতে থেকে বাড়ি এসে কথা বলার একজন সঙ্গী পাবে।’

Salman Khan

সলমানকে (Salman Khan) বিয়ে নিয়ে রিতিমত জোর করেন সঞ্জয়

সঞ্চয় বলেন, ‘বাইরে থেকে একে হাতের কাছে জল দেওয়ার তো কাউকে চাই না কি? বাড়িতে বউ থাকলে তোমার সব কাজ খুব সহজ হয়ে যাবে। তাই এবার তোমার বিয়ে করে নেওয়া উচিত।’ এর উত্তরে সলমান আরও আরও একটি ঘটনা ভাগ করে নেন। তিনি বলেন, ‘ সঞ্জয়ের তৃতীয় বিয়ের আগে পর্যন্ত ও বুঝতে পারছিল না বিয়ে করাটা ঠিক হবে কি হবে না। সৎপঞ্জ ঘোরার আগেই আমাকেই ফোন করেছিল। সেই সঞ্জয় আমায় বিয়ে করতে জোর করছে।’

একথা বলেই হাসিতে লুটোপুটি যায় সলমান খান। চল নেড়ে ভাই, সাজান ইত্যাদি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় ও সালমান। তিজোন খুব ভালো বন্ধু। একেবপরের সঙ্গে হামেশাই কথা বার্তা লেগে থাকে দুজনের। ‘এত বছর চেনার পরে, সঞ্জয়কে বিয়ের সাপোর্টে কথা বলতে দেখে বেশ অবাক হয়েছিলেন সালমান খান। তারপরে সালমান বলেন, ‘ সঞ্জয়কে আমি যতটা চিনি, তাতে জানি ও খুব ভালো মনের মানুষ।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর