সরস্বতী-বিদায়ের এক সপ্তাহ, ‘লগ যা গলে’ গেয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ সলমনের, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বহু গায়িকা এসেছেন আর গিয়েছেন। কিন্তু লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মতো কেউই হতে পারেননি। তিনি ছিলেন সুরসম্রাজ্ঞী। সুর, তাল, লয়কে অদ্ভূত ভাবে খেলাতে পারতেন কণ্ঠে। সরস্বতী বিদায়ের পর এক সপ্তাহ কেটে গেল দেখতে দেখতে। রবিবার কিংবদন্তি লতা মঙ্গেশক‍রকে শ্রদ্ধা জানিয়ে তাঁর একটি গান গাইলেন সলমন খান (Salman Khan)।

গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন বর্ষীয়ান গায়িকা। এক সপ্তাহ কেটে গিয়েছে তার পরে। রবিবার লতা মঙ্গেশকরের গাওয়া অন‍্যতম জনপ্রিয় গান ‘লগ যা গলে’ গাইতে দেখা যায় সলমনকে। ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘লতাজি আপনার মতো না কেউ ছিল আর না কেউ হবে’। ২৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ভিডিওটির ভিউ সংখ‍্যা।

IMG 20220213 125615
গত ৮ জানুয়ারি করোনা উপসর্গ নিয়ে ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর। গত ৬ ফেব্রুয়ারি সকালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। করোনা কাটিয়ে উঠলেও তার পরবর্তী জটিলতার জেরে একাধিক অঙ্গ প্রত‍্যঙ্গ বিকল হয়ে মৃত‍্যু হয় গায়িকার।

https://www.instagram.com/tv/CZ4-warAzPq/?utm_medium=copy_link

 

গত রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর তাঁর মৃত‍্যুর খবর জানান সংবাদ মাধ‍্যমকে। রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  শেষকৃত‍্য সম্পন্ন হয় তাঁর। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বলিউডের নামীদামী ব‍্যক্তিত্বরা, প্রথম সারির তারকারা।

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, শ্রদ্ধা কাপুররা। সুরসম্রাজ্ঞীর মৃত‍্যু সংবাদ শোনা মাত্রই গায়িকার বোন আশা ভোঁসলের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে ছুটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন, শ্বেতা নন্দা, অনুপম খের, সঞ্জয় লীলা বনশালিরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর