প‍্যান্টের পকেটে মদের গ্লাস লুকিয়ে রাখেন সলমন! ভিডিও ভাইরাল হতেই চর্চায় ভাইজান

বাংলাহান্ট ডেস্ক: কোনো অভিনেতার শুধুমাত্র হাঁটার স্টাইলটাই কি বিখ‍্যাত হওয়া সম্ভব? সলমন খানকে (Salman Khan) দেখলে বলা যায়, হ‍্যাঁ এমনটাও সম্ভব। বলিউডে সলমন ব্র‍্যান্ড স্বরূপ। তাঁর হাঁটা, দাঁড়ানোর ভঙ্গিমা থেকে কথা বলার ধরণ সবই আইকনিক। কিন্তু সম্প্রতি তিনি এমন একটা কাজ করেছেন যা অবাক করে দিয়েছে সকলকেই।

মদের গ্লাস পকেটে ভরে পার্টিতে ঢুকতে দেখা গিয়েছে সলমনকে। বলিউডের নামী প্রযোজক মুরাদ খেতানির জন্মদিনে অন‍্যতম অতিথি ছিলেন ভাইজান। সময়মতো নিজের সাদা গাড়িতে চেপে পার্টিতে হাজির হন সলমন। কিন্তু নামার আগে তাঁকে একটি পানীয়ের গ্লাস প‍্যান্টের পকেটে ভরতে দেখা যায়।

Salman bigg boss
এদিকে ভাইজানের ছবি তোলার জন‍্য তখন হুড়োহুড়ি পড়ে গিয়েছে পাপারাৎজির মধ‍্যে। ধীরেসুস্থে গ্লাসটি পকেটে ঢুকিয়ে গাড়ির দরজা বন্ধ করে হেলেদুলে পার্টিতে ঢুকলেন সলমন। দরজাতেই দাঁড়িয়ে ছিলেন মুরাদ খেতানি। ভাইজানকে জড়িয়ে ধরে পার্টিতে নিয়ে যান তিনি। পার্টি থেকে গাড়িতে ফেরার সময়ে আবারো সলমনের হাতে দেখা যায় মদের গ্লাসটি।

প‍্যান্টের পকেটে গ্লাস নিয়ে ঘুরছেন কেন সলমন? কী আছে ওই গ্লাসে? ভিডিও ভাইরাল হতেই এমন হাজারো প্রশ্ন উঠতে শুরু করে। কেউ কেউ মন্তব‍্য করেন, গ্লাসে মদ নিয়েই পার্টিতে ঢুকছেন সলমন। কারোর মতে, এটাই ভাইজানের নতুন স্টাইল। আবার কেউ লিখেছেন, নিজের পানীয়ের গ্লাস সবসময় বাড়ি থেকেই নিয়ে আসেন সলমন।

https://www.instagram.com/reel/CiBovaTKVo8/?igshid=YmMyMTA2M2Y=

 

প্রসঙ্গত, আগামীতে পরপর কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে সলমনের। কিন্তু বলিউডের বয়কট সংষ্কৃতির শিকার হয়েছেন তিনিও। আগামী বছর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’। কিন্তু এখন থেকেই ছবিটি বাতিল করার ডাক দিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। টাইগার ৩ ছাড়াও কিসি কা ভাই কিসি কি জান এবং গডফাদার ছবিতেও দেখা যাবে সলমনকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর