ফের মানবিক সলমন, অর্থসাহায‍্যের পর এবার শ্রমিকদের জন‍্য ট্রাক ভরে রেশন পাঠালেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: এর আগে জানা গিয়েছিল ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিকদের পারিশ্রমিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সলমন। এবার ফের মানবিকতার নজির গড়লেন তিনি। ইন্ডাস্ট্রিতে যারা দৈনিক মজুরির শ্রমিক, এই লকডাউনের জন‍্য তাদের রোজগার বন্ধ হয়ে রয়েছে। তাই তাদের জন‍্য এবার ট্রাক ভর্তি করে রেশন পাঠালেন সলমন খান।

salman khan is richest indian celebrity forbes 2018 12 05
এই কাজে তাঁর সহযোগী বাবা সিদ্দিকী এই কর্মকাণ্ডের ছবি নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘দৈনিক মজুরির শ্রমিকদের প্রতি আপনার উদার মানসিকতার জন‍্য ধন‍্যবাদ সলমন। অন‍্যদের সাহায‍্য করার ক্ষেত্রে আপনি সব সময় অন‍্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকেন আর সেটা আবারঝ প্রমাণ করে দিয়েছেন আপনি।’ তিনি আর ও লিখেছেন, ‘করোনাভাইরাসের সঙ্গে এই মোকাবিলায় আপনার যোগদানের জন‍্য ধন‍্যবাদ।’ এরপরেই সলমন অনুরাগীদের প্রশংসা উপচে পড়ে টুইটে। সকলেই একবাক‍্যে স্বীকার করে নেন সলমন সত‍্যিই প্রকৃত ‘হিরো’।

এর আগে জানা গিয়েছিল মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিকের পারিশ্রমিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ওই ২৩ হাজার শ্রমিকের নামের তালিকা ইতিমধ‍্যেই পৌঁছে গিয়েছে সলমনের কাছে। শ্রমিকদের মাসিক ৩ হাজার টাকা পারিশ্রমিকের বন্দোবস্ত করেছেন সলমন। এমনকি এই কাজের জন‍্য ওই শ্রমিকদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ‍্যও পৌঁছে গিয়েছে অভিনেতার কাছে। পারিশ্রমিকের টাকা নিয়ে যাতে কোনও কারচুপি না হয়, সেই জন‍্যই এই ব‍্যবস্থা করেছেন অভিনেতা। যতদিন লকডাউন চলবে ততদিন এই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সলমন।

আগে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজির দৈনিক কর্মচারীর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সলমন। এই কর্মচারীদের মধ‍্যে রয়েছে টেকনিশিয়ানস, জুনিয়র আর্টিস্ট সহ আরও অনেকেই। তারা যাতে দৈনিক অর্থসাহায‍্য পান তার জন‍্য তাদের সমস্ত ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের তথ‍্যও জেনে নিয়েছে সলমনের সংস্থা। জানা গিয়েছে, যশ রাজ ফিল্মসের তরফেও ৩ হাজার দৈনিক মজুরির শ্রমিককে ৫ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর