১৩ ই মে ইস্টবেঙ্গল ক্লাবে সালমান! হবে দুরন্ত নাচা গানা, মমতা কি থাকবেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ‘দাবাং, দ্য ট্যুর — রিলোডেড’ শো উপলক্ষ্যে সালমন খানের টিম ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে। আগামী সাত দিনের মধ্যে আরও এক বার এসে পরিস্থিতি দেখে যাওয়ার কথা। একাধিক অপশন থাকলেও ভেন্যু হিসাবে ওই শো-এর জন্য ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নিয়েছেন ভাইজান। তিনি ছাড়াও পূজা হেগরে, সোনাক্ষি সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবাও ওই অনুষ্ঠানের অংশ হবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই অনুষ্ঠানের অংশ হতে পারেন বলে শোনা যাচ্ছিলো কিছুদিন আগে অবধিও তবে এখন মনে করা হচ্ছে সেই সম্ভাবনা কম।

অনুষ্ঠানটির জন্য কড়া নিরাপত্তা বেষ্ঠনীতে মুড়ে ফেলা হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। যে কোন মানুষ টিকিট কেটে ওই অনুষ্ঠানে প্রবেশ করতে পারেন। ভাইজানকে ভালো করে দেখার জন্য ২৫,০০০ টাকার টিকিট যেরকম থাকছে, তেমনই যাদের অত সামর্থ্য নেই তাদের জন্য ১০০০ টাকার টিকিট থাকছে। এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে যে মোট ১৫,০০০ দর্শক এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত হতে পারেন।

যাদের কাছে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে একটি চমকে দেওয়া অফার। ২৫ শতাংশ ছাড়ে তারা যে কোন ক্রিকেটের যত সংখ্যক পরিমাণে সম্ভব সংগ্রহ করতে পারেন। অর্থাৎ আপনার সঙ্গে যদি ইস্টবেঙ্গল ক্লাবের কোন সদস্য যোগাযোগ থাকে তাহলে তাকে অনুরোধ করে আপনি সস্তায় সালমান খানকে দেখার সুযোগ পেতে পারেন। ইস্টবেঙ্গল ক্লাবের পাশাপাশি আসানসোল ও শিলিগুড়িতেও কিয়স্ক থাকছে।

ইস্টবেঙ্গল ক্লাবের গ্যালারির পুরোটা জুড়ে বসার ব্যবস্থা করা হচ্ছে এবং তার পাশাপাশি মাঠের কিছু অংশও দর্শকদের বসার জায়গা হিসেবে ব্যবহার করা হবে। মাঠের একদম মাঝখানে নির্মাণ করা হচ্ছে স্টেজ। ১৩ ই মে যদি কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অনুষ্ঠানটি আয়োজন না করা যায় তাহলে পরবর্তী তিন মাসের মধ্যে কোন না কোন ব্যবস্থা করে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

যদিও এই মুহূর্তে ইস্টবেঙ্গল সিনিয়র দল এবং সালমান খানের সিনেমা কোনটার অবস্থাই খুব একটা ভালো নয়। ভাইজানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কা জান’ যদিও সালমান ভক্তদের দৌলতে ভালো ব্যবসা করেও ফেলে তাহলেও সিনেমাটির গুণমান সম্পর্কে যে সমস্ত মন্তব্যগুলি শোনা যাচ্ছে সেগুলি শুনে কোন সালমান ভক্ত খুশি হবেন না। অপরদিকে ইস্টবেঙ্গল সিনিয়র দলের অবস্থা ও অত্যন্ত খারাপ। সদ্যসমাপ্ত মরশুমে তারা ডুরান্ড, আইএসএল এবং সুপার কাপে খুব খারাপ পারফরম্যান্স করেছে এবং পরের মরশুমে সার্জিও লোভে রাখে দলে শামিল করার যে দাবি করা হয়েছিল সেটিও ভুল প্রমাণিত হয়েছে। ফলে সমর্থকরা অত্যন্ত হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর