বাংলাহান্ট ডেস্ক: ভাইজান ভক্তদের অপেক্ষা শেষ হওয়ার মুখে। দীর্ঘদিন পর নতুন ছবি নিয়ে বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন সলমন খান (Salman Khan)। শাহরুখের মতো তাঁরও শেষ ছবিটি বক্স অফিস ডিজাস্টার হয়েছিল। তারপর থেকেই এক রকম হাত গুটিয়েই বসেছিলেন সল্লু। শেষমেষ ইদ উপলক্ষে নিজের সিগনেচার স্টাইল নিয়ে কামব্যাক করছেন তিনি। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন বলিউডের দাবাং খান।
মন্দির চত্বরে ধুতি পরে নেচে প্রাক্তন ক্রিকেটারের তোপের মুখে পড়লেন সলমন। একটি হলুদ শার্ট এবং ধুতিকে গুটিয়ে লুঙ্গির মতো করে পরে মন্দির চত্বরে উদ্দাম নাচতে দেখা গিয়েছে অভিনেতাকে। তিনি একা নন, সঙ্গে রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির নামী অভিনেতা ভেঙ্কটেশ দগ্গুবতী এবং ‘আর আর আর’ খ্যাত রাম চরণও। ঊরু পর্যন্ত ধুতি তুলে তার মধ্যে হাত ঢুকিয়ে নাচাকে কোনো ভাবেই সমর্থন করতে পারেননি প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।
সলমনের আসন্ন ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ এর ‘ইয়েনতাম্মা’ গানটি নিয়েই বেঁধেছে গোল। হিন্দি এবং তেলুগুর মিশ্রণে গানটি নিয়ে দুভাগে বিভক্ত নেটিজেনরা। কেউ কেউ সলমনের নাচের প্রশংসা করেছেন। কারোর কাছে ধুতির ভেতরে হাত ঢুকিয়ে নাচাটা অশ্লীল বলেই মনে হয়েছে। আর এবার টুইটে বলিউড সুপারস্টারকে ধুয়ে দিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।
টুইটে তিনি লিখেছেন, ‘এটা অত্যন্ত জঘন্য এবং আমাদের দক্ষিণ ভারতীয় সংষ্কৃতির অবমাননা। এটা লুঙ্গি না, এটা একটা ধুতি। একটা ঐতিহ্যবাহী পোশাক যা জঘন্য ভাবে দেখানো হয়েছে’। এখানেই থামেননি লক্ষ্মণ। মন্দির চত্বরে সলমন ও অন্যান্য ডান্সারদের জুতো পরে নাচতে দেখেও ক্ষুব্ধ তিনি।
প্রাক্তন ক্রিকেটার বলেন, এখন মানুষ টাকার জন্য সবকিছু করতেই রাজি। লুঙ্গি আর ধুতির মধ্যে পার্থক্যটাও খতিয়ে দেখে না তারা। মন্দিরের আদলে বানানো হলেও জুতো পরে নাচা যে দৃষ্টিকটু সেটুকু জ্ঞান নির্মাতাদের নেই! সেন্সর বোর্ডের কাছে এই গানটি ব্যান করার আর্জিও জানিয়েছেন লক্ষ্মণ।
This is highly ridiculous and degrading our South Indian culture. This is not a LUNGI , THIS IS A DHOTI. A classical outfit which is being shown in a DISGUSTING MANNER https://t.co/c9E0T2gf2d
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) April 8, 2023
প্রসঙ্গত, সলমনকে শেষবার দেখা গিয়েছে ২০২১ সালে ‘রাধে’ ছবিতে। তারপর একটা লম্বা বিরতির পর আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে কিসি কি ভাই কিসি কা জান। ২০১৪ সালের তামিল ছবি বীরম ছবির হিন্দি ভার্সন এই ছবি। পরিচালনা করেছেন ফারহাদ সামজি। ছবিতে দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিলদেরও।