ভাইজানের হাত টেনে ধরলেন এক মহিলা সেই ভিডিও ভাইরাল হলো

Published On:

‘হাম আপকে হ্যায় কউন’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেইখানেই বিশেষ মুহূর্তে মণীশ ভাল, রেণুকা সাহানে, মাধুরী দীক্ষিত এবং সলমন খানও। কিন্তু ‘হাম আপকে হ্যায় কউন’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের শেষে ভাইজান যখন বাইরে বেরিয়ে আসে তখনই একটা ঘটনা ঘটে। তাঁর ওপর এক মহিলা ভক্ত ঝাঁপিয়ে পড়েন।

মহিলাটি নিরাপত্তা বেষ্টনী টপকে প্রিয় নায়কের সঙ্গে সেলফি তুলবে তাই তাঁর হাত টেনে ধরেন। তবে ওই মুহূর্তে একেবারে চুপ ছিলেন সলমন খান। কিন্তু ভাইজান কোনওরকম মন্তব্য না করেই সেখান থেকে চলে যান।

https://www.instagram.com/p/B0_EfDtHRvj/?utm_source=ig_embed&ig_mid=XGFPEgABAAHC5haULzl9MxYxgIue

এই জুন মাসে তাঁর এক ভক্তকে তাঁর নিরাপত্তারক্ষী ঠেলে ফেলে সলমন খানের কাছে আসতে চান। কিন্তু সালমান খানের নিরাপত্তারক্ষী তাকে ঠেলে ফেলে দেয় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভাইজান নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করছে যে কেন তার ভক্তকে ঠেলে ফেলে দিলো এবং দেখা যায় নিরাপত্তারক্ষীকে চড় মারে সালমান খান। যা দেখে তার ভক্তরা বলেন মানবিক মুখ রয়েছে।

X