কাশ্মীর হামলার আবহেই জোরালো গুঞ্জন, এবার সেনা জওয়ানের চরিত্রে সলমন! দর্শক টানতে বড় চমক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সমীকরণ বদলাচ্ছে বলিউডে। চেনা ছকে সিনেমা, অভিনেতা অভিনেত্রীদের আর তেমন পছন্দ করছেন না দর্শকরা। এর বড় উদাহরণ সম্প্রতি দেখা গিয়েছে সলমন খানের (Salman Khan) ‘সিকন্দর’ ছবিতে। একটা সময় পরপর অ্যাকশন ঘরানার ছবি করলেও ভাইজানকে দেখতে ঢল নামত দর্শকদের। কিন্তু সিকন্দরের ব্যর্থতা বুঝিয়ে দিয়েছে, একই মন্ত্রে আর সাফল্য পাওয়া যাবে না বক্স অফিসে। সেকথা টের পেয়েছেন ভাইজানও। তাই নাকি দর্শকদের থেকেই সরাসরি মতামত চেয়েছেন, তাঁরা কেমন ছবি দেখতে চান। আর এবার সেই মতোই ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসতে চলেছেন সলমন (Salman Khan)।

নতুন ছবিতে দেখা যাবে সলমনকে (Salman Khan)?

বলিউডের অন্দরে গুঞ্জন, গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে ছবি। আর সেখানেই নাকি বড় চমক নিয়ে আসছেন সলমন (Salman Khan)। ছবিটি নাকি তৈরি করবেন পরিচালক অপূর্ব লাখিয়া। এর আগে ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’র মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। এবার ভারত চিনের মধ্যে ২০২০ সালের সংঘাতের বাস্তব কাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক।

Salman Khan to be seen in new movie on india china conflict

কী হবে ছবির চিত্রনাট্য: সম্প্রতি রাহুল সিং এবং শিব অরুরের ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাসের স্বত্ব কিনেছেন অপূর্ব। ছবির চিত্রনাট্যও শুনিয়েছেন সলমনকে (Salman Khan)। এই ছবিতেই নাকি সেনাজওয়ানের চরিত্রে অভিনেতাকে ভেবে রেখেছেন পরিচালক। গুঞ্জন বলছে, চিত্রনাট্য এবং চরিত্র দুই নিয়েই বেশ উত্তেজিত সলমন (Salman Khan)। চিত্রনাট্য পছন্দ হয়েছে তাঁর। দুজনের মধ্যে এ নিয়ে বেশ আলোচনাও হয়েছে দুজনের মধ্যে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ছবিটি শুটিং ফ্লোরে যাবে বলে শোনা যাচ্ছে।

আরো পড়ুন : সইফ-করিনার পর শাহরুখ, আচমকাই দেশ ছাড়ার হিড়িক, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারকারা?

ছবির ধরণ বদলের সম্ভাবনা: উল্লেখ্য, এর আগেও এমন চিত্রনাট্যে কাজ করেছেন সলমন (Salman Khan)। ভারত চিন যুদ্ধের আবহে তৈরি ‘টিউবলাইট’ ছবিতে একজন সাধারণ নাগরিকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে তেমন ছাপ না ফেললেও সলমনের অভিনয় প্রশংসিত হয়েছিল। এবার কেরিয়ার বাঁচাতে আবারও কি ছবির ধরণ বদলাবেন সলমন (Salman Khan)? উত্তরের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরো পড়ুন : স্থানীয়দের মধ্যেই লুকিয়ে গুপ্তচর! শাল-ঘোড়াওয়ালারাই অস্ত্র দেয় জঙ্গিদের? বিষ্ফোরক দাবি করলেন নিহত শুভমের স্ত্রী

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, সিকন্দর ছবির ব্যর্থতার মাঝেই অনুরাগীদের সঙ্গে কথা বলেছিলেন সলমন। ভবিষ্যতে কোনদিকে মোড় নেবে তাঁর কেরিয়ার, তাঁর কাছে কেমন ধরণের ছবি আশা করছেন অনুরাগীরা, সবটা নিয়েই নাকি আলোচনা করেছেন তিনি। অনুরাগীদের মতামত নাকি প্রভাব ফেলেছে অভিনেতার মনে। দর্শক তাঁকে যেমন ভাবে চান, আগামীতে তিনি তেমন ভাবেই নাকি কাজ করার পরিকল্পনা করেছেন বলে খবর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X