আগামী ইদে ‘দাবাং থ্রি’ র বদলে মুক্তি পাচ্ছে ভাইজানের ‘রাধে’

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি শোনা গেছে বলিউড সুপারস্টার সালমান খান, সঞ্জললীলা বনশালির ‘ইনশাল্লাহ’ অভিনয় করছেন না। একথা শোনার পর থেকেই মন ভেঙেছে সলমন খানের ভক্তদের। তাই আপাতত ‘দাবাং থ্রি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন ভাইজান অনুগামীরা। সকলের আশা ছিল ‘ঈদ’ এ মুক্তি পাবে সালমানের ‘দাবাং থ্রি’। তবে সে আশাতেও জল ঢেলেছেন সল্লু। ‘দাবাং থ্রি’ও ইদে মুক্তি পাচ্ছে না।

তবে বেশকিছুদিন আগে সালমান নিজেই জানিয়েছিলেন, ”ঈদ-এ ইনশাল্লাহ মুক্তি না পেলেও সকলের জন্য অন্য একটি চমক রয়েছে।” আর সালমান অবশ্য ভক্তদের নিরাশ করছেন না। ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুসারে ”রাধে হল সালমানের দাবাং থ্রির পরবর্তী ছবি, যেটা কিনা ২০২০-র ঈদে মুক্তি পেতে চলেছে।

https://www.instagram.com/p/B2lOtZ6lS7v/?utm_source=ig_web_copy_link

জানা যাচ্ছে, একটি কোরিয়ান সিনেমার অবলম্বনেই তৈরি হতে চলেছে সালমানের আগামী ছবি ‘রাধে’। জানা যাচ্ছে ‘দাবাং থ্রি’র মুক্তির আগেই ‘রাধে’র শ্যুটিং শুরু করে দেবেন সালমান খান। ‘দাবাং থ্রি’র মতোই ‘রাধে’র পরিচালনাও করবেন প্রভু দেবা। যেটি কিনা মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর।

প্রসঙ্গত, এর আগে ‘তেরে নাম’ ওয়ান্টেড ছবিতেও সালমানের চরিত্রের নাম ছিল ‘রাধে’। তাই সালমান ভক্তদের প্রশ্ন, এবার কি তবে তৃতীয়বারের জন্য ‘রাধে’র ভূমিকায় অবতীর্ণ হবেন সালমান। সূত্র-জি নিউজ।

সম্পর্কিত খবর