‘টাইগার থ্রি’ হতে চলেছে বলিউডের সবথেকে বড় বাজেটের ছবি! পারিশ্রমিকে বড় দাঁও মারলেন সলমন

বাংলা হান্ট ডেস্ক : গোটা বলিউড জুড়ে এখন কেবল একটাই চর্চা। আর তা হল ভাইজানের ‘টাইগার থ্রী’ (Tiger 3)। আসন্ন দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছে সলমন-ক্যাটরিনা (Salman Khan-Katrina Kaif) অভিনীত এই মেগা বাজেটের সিনেমা। ‘টাইগার জিন্দা হ্যায়’র মুক্তির প্রায় ৬ বছর পর মুক্তি পেতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েল। ট্রেলার তো ইতিমধ্যেই দেখে নিয়েছেন, আজ জানবো আমরা ছবির কলাকুশলীদের পারিশ্রমিক।

সলমন খান (Salman Khan) : এই ছবির তথা এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ ভোমরা হল সলমন খান। দীর্ঘ সময় পর তিনি ফিরছেন নিজের আন্দাজে। সূত্রের খবর, ‘টাইগার থ্রী’র জন্য ভাইজান নিয়েছেন প্রায় ১০০ কোটি টাকা।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বিয়ের পর ‘ফোন ভূত’ যে কবে এলো আর কবে গেল তার খোঁজই রাখেনি কেউ। তবে এই ছবিতে ক্যাটরিনা শুরুর থেকেই নজর কেড়েছে। গোটা ট্রেলার জুড়ে তার ঝরঝরে তরতাজা অ্যাকশন সিনগুলি সত্যিই দেখার মত‌। তবে তারচেয়েও বড় আকর্ষণ হল, বিয়ের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে এটি প্রথম সিনেমা ক্যাটরিনা কাইফের। উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করার জন্য ক্যাটরিনা নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা।

et00313411 sfmzjuvwzp landscape

ইমরান হাশমি (Emraan Hashmi) : রোম্যান্টিক হিরো এবার খলনায়ক। সিরিয়াল কিলার ইমরান হাশমিকেও যে মানুষ এইভাবে দেখতে পাবে সেটা ভাবতেই পারেনি কেউ। এই প্রথম খলনায়ক চরিত্রে এবং এই প্রথম সলমনের সঙ্গে স্ক্রীন শেয়ার করবেন তিনি। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি নিয়েছেন আড়াই কোটি টাকা।

আরও পড়ুন : দীপা নয়, ভাইবউ উর্মিতে মজেছে সূর্য! সোশ্যাল পোস্ট করে দিলেন বিশেষ বার্তা

রম্যা কৃষ্ণন (Ramya Krishnan) : বাহুবলী হিট হওয়ার পর থেকেই অন্য মাত্রায় পৌঁছে গেছে রম্যা কৃষ্ণনের জনপ্রিয়তা। এই ছবিতে তিনিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে। অভিনেত্রী এই সিনেমার জন্য নিচ্ছেন ৮০ লক্ষ টাকা।

আশুতোষ রানা (Ashutosh Rana) : দৌর্দণ্ডপ্রতাপ খলনায়ক আশুতোষ রানাও রয়েছেন এই ছবিতে। শাহরুখ খানের পর এবার সালমান খানের সঙ্গে বড় পর্দা শেয়ার করতে চলেছেন তিনি। টাইগার থ্রি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক হাঁকিয়েছেন প্রায় ৬০ লাখ টাকা।

tigerthreetrailer1696400900313

উল্লেখ্য, ক্যামিও চরিত্রে শাহরুখ খান বা নবাগতা হলিউড অভিনেত্রী মিশেল লি কত পারিশ্রমিক নিচ্ছেন সেটা এখনো জানা যায়নি। তবে এই ছবির কালেকশন যে ‘পাঠান’ এবং ‘জওয়ান’কে কড়া টক্কর দেবে সেকথা বলাই বাহুল্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর