বাংলাহান্ট ডেস্ক : চরম আতঙ্কে দিন কাটছে সলমন খানের (Salman Khan)। লরেন্স বিষ্ণোই গ্যাং এর থেকে আগেও বহুবার খুনের হুমকি পেয়েছেন তিনি। প্রাণঘাতী হামলা হয়েছে তাঁর উপরে। তবে বরাত জোরেই বারে বারে বেঁচে গিয়েছেন ভাইজান। কিন্তু সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর বড়সড় ধাক্কা খেয়েছেন সলমন (Salman Khan)। বাবা সিদ্দিকীর খুনের দায়ও স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। সলমন ঘনিষ্ঠ বলেই যে তাঁকে মরতে হয়েছে তা স্পষ্ট করেছেন তাঁরা। সেই সঙ্গে বিষ্ণোই গ্যাং বার্তা দিয়েছে, যারাই সলমনকে (Salman Khan) সাহায্য করবে তাদের পরিণতিও হবে একই রকম।
বাবা সিদ্দিকীর মৃত্যুতে বিধ্বস্ত সলমন (Salman Khan)
বাবা সিদ্দিকীর মৃত্যু বড়সড় আঘাত দিয়েছে সলমনকে। খান পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সিদ্দিকীর। বিভিন্ন সময়ে বহুবার দুজনকে পাশাপাশি দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, তাঁর জন্যই বাবা সিদ্দিকীর এই পরিণতি হল, তা মানতে পারছেন না সলমন (Salman Khan)। নিজেকে নাকি অনেকটাই গুটিয়ে নিয়েছেন তিনি।
আরো পড়ুন : আধো আধো বাংলায় ‘জয় মা দুগ্গা’, মুখার্জিদের পুজোয় লাইমলাইট কাড়ল বিপাশা কন্যা দেবী
নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত
সূত্রের খবর বলছে, বাবা সিদ্দিকীর মৃত্যুতে নাকি মানসিক ভাবে বিপর্যস্ত সলমন (Salman Khan)। বাইরের কারোর সঙ্গে দেখা করছেন না তিনি। বাতিল করেছেন মিটিং। পাশাপাশি বিষ্ণোই গ্যাংয়ের হুমকির জেরে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে সলমনের নিরাপত্তা। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।
আরো পড়ুন : অনেক হল রাজনীতি, ভোটে হারতেই অভিনয়ে ফিরছেন স্মৃতি ইরানি! কোন সিরিয়ালে দেখা যাবে?
কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে
যেমনটা জানা যাচ্ছে, ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সলমনের (Salman Khan) জন্য। তাঁর বাড়ির বাইরে বসেছে সিআরপিএফ। এছাড়াও স্পেশ্যাল রিসার্ভ পুলিশ ফোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে। সঙ্গে থাকছেন এমন দুজন কনস্টেবল যারা সমস্ত রকম অস্ত্র চালনায় সক্ষম। কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সলমনের (Salman Khan) বাড়ি।
উল্লেখ্য, সলমনের এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করেই কিছুদিন আগে কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়েছিল। সলমন যে বিষ্ণোইদের মূল নিশানায় রয়েছেন তা রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন তাঁরা। তাই স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা বেড়েছে সলমনের।