বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (salman khan) সঙ্গে শত্রুতা করে কেউ কখনো পার পায়নি আর পাবেও না। সেটা প্রমাণ হয়ে গেল আবারো। সলমনকে উপেক্ষা করার মাশুল দিতে হল ইউলিয়া ভান্টুরকে (iulia vantur)। বলিউডের ভাইজান বুঝিয়ে দিলেন বান্ধবীকেও ছাড়েন না তিনি।
সম্প্রতি রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হন সলমন খান ও বান্ধবী ইউলিয়া ভান্টুর। প্রতি বছরই দিওয়ালিতে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের জন্য পার্টির বন্দোবস্ত করেন তিনি। সেই পার্টিতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সলমন ও ইউলিয়াও। ডেনিম জিন্সের উপরে কালো শার্ট পরে লেন্সবন্দি হলেন ভাইজান। ইউলিয়াকে দেখা গেল সাদার উপরে কালো পোলকা ডট শাড়িতে।
গাড়ি থেকে নেমেই আর কোনো দিকে তাকাননি সলমন। সোজা লিফটের সামনে গিয়ে পাপারাৎজির ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। লিফট নেমে আসলে পোজ দেওয়া বন্ধ করে গিয়ে ওঠেন লিফটে। ইউলিয়ার জন্য অপেক্ষা করার কথাও ভাবলেন না তিনি। সলমন চলে যাওয়ার পর ক্যামেরার সামনে এসে দাঁড়ান ইউলিয়া।
ভিডিওটি পোস্ট হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। একজন লিখলেন, ‘সলমন সবসময় সবার সামনে ইউলিয়াকে অপদস্থ কেন করেন আর ইউলিয়াই বা অপমানিত হন কেন? ভালবাসায় সম্মান থাকা দরকার। আর সলমন কখনোই ইউলিয়াকে সম্মান করেন না। তার মানে ভালোইবাসেন না।’ আরেকজন লিখেছেন, আগের বার ইউলিয়া সলমনের সঙ্গে ছবি তুলতে অস্বীকার করেছিলেন। এবারে তারই প্রতিশোধ নিলেন সলমন।
https://www.instagram.com/reel/CVyJ1ZdlKFE/?utm_medium=copy_link
দিন কয়েক আগে ভগ্নীপতি আয়ুষ শর্মার জন্মদিনের পার্টি উপলক্ষে বোন অর্পিতা খানের বাড়িতে হাজির হন সলমন। সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রেমিকা ইউলিয়া। গাড়ি থামতেই ক্যামেরা কাঁধে পাপারাৎজি ঘিরে ধরে ভাইজানকে। গাড়ি থেকে নেমেই ক্যামেরার সামনে পোজ দিতে দাঁড়িয়ে পড়েন তিনি।
কিন্তু গাড়ি থেকে নেমেই সলমনের সামনে দিয়ে গটগট করে হেঁটে অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে যান ইউলিয়া। পাপারাৎজি দুজনকে একসঙ্গে পোজ দিতে বললে পেছন থেকে ইউলিয়াকে ডাক দেন সলমন। কিন্তু ভাইজানের কথায় পাত্তা দেওয়া তো দূরের কথা, একবার পেছন ফিরে তাকালেনও না তিনি! অগত্যা ক্যামেরার সামনে আরো কিছুক্ষণের জন্য পোজ দিয়ে প্রেমিকার পিছু ধাওয়া করেন সলমনও। অনেকে মনে করছে সেই অপমানেরই বদলা নিয়েছেন ভাইজান।