মাঝরাতে ফিরল হুঁশ? প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকজ্ঞাপন করে মুখ ঝামটা শুনলেন ‘মদ‍্যপ’ সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বছরের শেষ লগ্নে ব‍্যক্তিগত শোকের মধ‍্যে দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পরিবার। মাতৃবিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার আহমেদাবাদের এক হাসপাতালে প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। বিনোদন জগতের তারকারাও শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর এই দুঃসময়ে। কিন্তু শোকজ্ঞাপন করেও যে ট্রোলড হওয়া যায় তা দেখিয়ে দিলেন সলমন খান (Salman Khan)।

শিল্প সংষ্কৃতির প্রতি বরাবরই উৎসাহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলিউডের বহু সদস‍্যের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। অনেকে সরাসরি মোদীকে সমর্থনও করেছেন বিভিন্ন সময়। তাই তাঁর এমন শোকের দিনে অনেকের টুইট করে ভার্চুয়ালি পাশে দাঁড়িয়েছিলেন।


টুইট করেছিলেন সলমন খানও। লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রভাই মোদী, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। মাকে হারানোর ক্ষতির থেকে বড় কিছু নেই। এই কঠিন সময়ে ঈশ্বর আপনাকে শক্তি দিক।’

আপাতদৃষ্টিতে খুবই সাধারণ একটি শোকজ্ঞাপন করা টুইট। কিন্তু এটা নিয়েও ট্রোলড হতে হবে তা সম্ভবত ভাবতে পারেননি ভাইজানও। আসলে তিনি টুইট করেছিলেন মধ‍্যরাত পেরিয়ে। রাত ২ টো বেজে ৪ মিনিট নাগাদ। কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছেন, এখন মনে পড়ল টুইট করার কথা? আরেকজনের খোঁচা, ২৭ তারিখ একটু বেশিই মদ‍্যপান হয়ে গিয়েছিল। এখন হুঁশে ফিরেছেন।

গত ২৭ ডিসেম্বর জন্মদিন ছিল বলিউডের ভাইজানের। ৫৭ তে পা দিয়েছেন তিনি। সেই উপলক্ষে বলিউডের একটা বড় অংশকে নিয়ে পার্টি করেছিলেন সলমন। তারকাখচিত ভিভিআইপি পার্টির ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এবার সেই জন্মদিন নিয়েই ট্রোলড হতে হল সলমনকে।

শুক্রবার সকালেই গান্ধীনগরে ভাইয়ের বাড়িতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রয়াত মাকে ফুল দিয়ে শেষ প্রণাম জানান। মায়ের শেষযাত্রায় কাঁধও দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

X