দেশের সঙ্গে গদ্দারি করেছেন টাইগার! নতুন ছবির টিজার আনতেই চর্চায় সলমন খান

বাংলা হান্ট ডেস্ক : খুব শীঘ্রই বাজার কাঁপাতে ফিরছে ভাইজানের নতুন ছবি ‘টাইগার ৩’ (Tiger 3)। দমদার অ্যাকশনের পাশাপাশি সলমন (Salman Khan) এবং ক্যাটরিনার (Katrina Kaif) রোমান্স দেখার জন্য উন্মুখ হয়ে আছে ভক্তরা। টানা ছয় বছরের অপেক্ষার পর আবারও পর্দা কাঁপাতে ফিরছেন তিনি। ভক্তরা যে উত্তেজিত হবে সেটাই স্বাভাবিক। এসবের মধ্যেই সামনে এল সলমনের আগাম ছবির টিজার (Teaser)।

একথা তো সকলেই জানেন যে, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জন্মই হয়েছিল টাইগারকে দিয়ে। আজ থেকে প্রায় ১১ বছর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল সলমনের ‘এক থা টাইগার’। এর ৫ বছর পর বক্স অফিস কাঁপিয়েছিল ‘টাইগার জিন্দা হ্যায়’। তারপর দীর্ঘ ৬ বছরের বিরতি। আর এবার অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে ‘টাইগার ৩’।

সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত এই টিজারের শুরুতে সলমনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু।’

আরও পড়ুন : ‘গদর ২’ বা ‘কেরালা স্টোরি’ নয়! ভারত থেকে অস্কারে এন্ট্রি নিল এই ব্লকব্লাস্টার ছবি, খুশি ভক্তরা

এখানেই শেষ নয়, এরপর সলমন ওরফে টাইগার বলেন, ‘২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গদ্দার না দেশভক্ত? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’ উল্লেখ্য, সলমন এবং ক্যাটরিনার পাশাপাশি এই ছবির অপর এক আকর্ষণ হল ইমরান হাশমি।

 

হ্যাঁ, এই ছবির হাত ধরেই স্পাই ওয়ার্ল্ডে এন্ট্রি নিচ্ছেন বলিউড কিং ইমরান হাশমি। এছাড়াও পাঠান তারকা শাহরুখ খানের ক্রস ওভারও থাকবে। টাইগার যেমন পাঠানে করেছিল। মুক্তির কথা বললে মনীশ শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। জানিয়ে দিই, ‘টাইগার ৩’র হাত ধরেই প্যান ইন্ডিয়া তারকা রূপে আত্মপ্রকাশ করবেন সলমন। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু এরকম একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর