সিদ্ধার্থ নয়, ‘শেরশাহ’ ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে নিজের ভগ্নিপতিকে দেখতে চেয়েছিলেন সলমন

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তথা নেটদুনিয়ার চর্চায় এখন অন‍্যতম নাম সিদ্ধার্থ মালহোত্রা (siddharth malhotra)। সদ‍্য মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবিতে শহিদ জওয়ান ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তবে সম্ভবত একজন ব‍্যক্তি সিদ্ধার্থ এই চরিত্রটি পাওয়ায় খুশি হতে পারেননি।

তিনি সলমন খান (salman khan)। কারণ বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থকে নয়, বরং নিজের ভগ্নিপতি আয়ুষ শর্মাকে (aayush sharma) দেখতে চেয়েছিলেন তিনি। আর একথা স্বীকার করেছেন খোদ ‘শেরশাহ’ ছবির প্রযোজক সাব্বির বক্সওয়ালা। এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, সলমন ঠিক করেছিলেন আয়ুষ শেরশাহ ছবির মাধ‍্যমেই বলিউডে তাঁর অভিষেক করবেন। সেই কারণেই তাঁর সঙ্গে সলমন কথা বলেছিলেন বলে জানান প্রযোজক।

salman khan10
কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ তখন শহিদ বিক্রম বাত্রার পরিবার জেনে গিয়েছিল যে সিদ্ধার্থ মালহোত্রাই এই চরিত্রে অভিনয় করছেন। বিষয়টাতে সম্মতিও দিয়ে দিয়েছিলেন তাঁরা। বাকি ছিল শুধু বিক্রম বাত্রার পরিবার ও সিদ্ধার্থের মধ‍্যে কিছু কথোপকথনের। এমতাবস্থায় সিদ্ধার্থকে সরিয়ে অন‍্য
একজন অভিনেতাকে সেই চরিত্রে নেওয়াটা খারাপ দেখাত।

pic 1 2
উপরন্তু প্রযোজক জানান, বিক্রম বাত্রার পরিবার তাঁকে ভরসা করে এই ছবি করার অধিকার দিয়েছিল। কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারতেন না তিনি। তাই গোটা বিষয়টাই সলমনকে বুঝিয়ে বলেন সাব্বির। ভাইজান পুরোটাই বুঝতে পারেন। আয়ুষও এই সিদ্ধান্তে ব‍্যথিত হননি বলেই জানান প্রযোজক।

salman aayush001

বাকিটা সকলেরই জানা। সলমনের প্রযোজক সংস্থার ছবি ‘লভযাত্রি’র মাধ‍্যমে বলিউডে অভিষেক করেন আয়ুষ শর্মা। অপরদিকে শেরশাহ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়োন সিদ্ধার্থ মালহোত্রা। কার্গিল যুদ্ধের নায়ক ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর নির্ভর করে তৈরি শেরশাহ। এটাই তাঁর কোড নেম হিসেবে ব‍্যবহৃত হয়েছিল। যুদ্ধে তাঁর বীরত্বের জন‍্য পরম বীর চক্র পেয়েছিলেন ক‍্যাপ্টেন বিক্রম বাত্রা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর