শাহরুখের এই নায়িকাকেই বিয়ে করতে চেয়েছিলেন সলমন, অভিনেত্রীর বাবাকে প্রস্তাব দিতেই যা হয়…

বাংলাহান্ট ডেস্ক : বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) বাস্তব জীবন যেকোনো সিনেমাকে হার মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অ্যাকশন থেকে রোম্যান্স, থ্রিলার থেকে বিতর্ক, সবেরই স্বাদ মিলবে সেই ছবিতে। বাস্তবেই ফিল্মি জীবন কাটিয়েছেন সলমন। তবে সেখানে শুধু একটাই অভাব, নায়িকার। এমন নয় যে কখনো নারীসঙ্গ হয়নি সলমনের (Salman Khan)। একাধিক নায়িকা, মডেল এসেছেন তাঁর জীবনে, আবার চলেও গিয়েছেন। এমনকি এক অভিনেত্রীকে নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ভাইজান।

এই অভিনেত্রীকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন সলমন (Salman Khan)

বর্তমানে বিয়ের আশা ছেড়ে দিলেও একসময় বিয়ের জন্য তৈরি হয়েছিলেন সলমন (Salman Khan)। সেই অভিনেত্রীর বাবার কাছে নাকি মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়েও গিয়েছিলেন তিনি। কিন্তু ফিরতে হয় খালি হাতেই। সেই অভিনেত্রী বলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ। শাহরুখ খানের নায়িকা এই অভিনেত্রীকেই একসময় বিয়ে করতে চেয়েছিলেন সলমন (Salman Khan)। কিন্তু মনের ইচ্ছা পূরণ হয়নি তাঁর।

Salman khan wanted to marry this actress

সলমনের প্রস্তাব ফেরান নায়িকার বাবা: তিনি জুহি চাওলা। সলমন (Salman Khan) নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জুহিকে বিয়ে করার ইচ্ছা নিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু তিনি তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন। ভাঙা মন নিয়েই ফিরতে হয় সলমনকে (Salman Khan)। সাক্ষাৎকারে ভাইজান বলেছিলেন, জুহি খুবই মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। কিন্তু তাঁর বাবা কেন রাজি হননি সলমনের প্রস্তাবে? এর উত্তরে ভাইজান বলেছিলেন, তিনি এর সঠিক কারণ আজও জানেন না। হয়তো অভিনেত্রীর বাবা যেমনটা চেয়েছিলেন, তিনি তেমনটা নন। তাই মেয়ের হাত তাঁর হাতে দিতে চাননি তিনি।

আরো পড়ুন : ২১ বছর পরেও অব্যাহত শাহরুখ ম্যাজিক, পুনর্মুক্তি পেয়ে ‘কাল হো না হো’র ব্যবসা ছাড়াল কোটির অঙ্ক!

একসঙ্গে আর কাজ করেননি তাঁরা: প্রসঙ্গত, জুহি চাওলার সঙ্গে একটি মাত্র ছবিতেই স্ক্রিন শেয়ার করেছিলেন সলমন (Salman Khan)। ছবির নাম ছিল ‘দিওয়ানা মস্তানা’। ছবিতে একটি ক্যামিও চরিত্রে ছিলেন সলমন। এছাড়া আর কখনোই কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি তাঁরা। যদিও এর কারণ অজানা।

আরো পড়ুন : ‘খুদে হিরোইন’, গোল গোল চোখে মায়ের মেকআপ দেখতে ব্যস্ত ইয়ালিনী, মিষ্টি ছবি শেয়ার করলেন শুভশ্রী

পরবর্তীতে জুহি বিয়ে করেন শিল্পপতি জয় মেহতাকে। অন্যদিকে সলমনের জীবনে তারপরেও এসেছেন একাধিক অভিনেত্রী। ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফের মতো নায়িকাদের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কিন্তু কারোর সঙ্গেই শেষ পর্যন্ত ছাদনাতলায় গিয়ে ওঠা হয়নি তাঁর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর