বাংলাহান্ট ডেস্ক: দেশ জুড়ে করোনা (corona) ভাইরাসের দাপট ক্রমশ বেড়েই চলেছে। আন লকডাউন শুরু হওয়ায় অবস্থার আরও অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন খবর সামনে আসছে। তা সত্ত্বেও মানুষকে ছুটতে হচ্ছে নিজের কর্মক্ষেত্রে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বেশ কয়েকটি ছবি, সিরিয়ালের শুটিংও শুরু হতে চলেছে। এরই মাঝে শোনা গিয়েছে সলমন খানও (salman khan) খুব শীঘ্রই নিজের আগামী ছবির শুটিং (shooting) শুরু করতে চলেছেন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর শুটিং যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চান সলমন। জানা গিয়েছে, অগস্টেই শুটিং শুরু করতে চান তিনি। সে জন্য মুম্বইতেই একটি স্টুডিও বুক করার অনুমতি চেয়েছেন অভিনেতা। অপরদিকে ছবির পরিচালক প্রভু দেবা পরিকল্পনা করছেন কিভাবে যত সম্ভব কম সদস্য নিয়ে শুটিং শুরু করা যায়।
এক সূত্র মারফত জানা গিয়েছে, অগস্টে বেশ কিছু ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে সকলের সুরক্ষার কথা মাথায় রেখে শুটিং কিভাবে করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করছেন সলমন খান, ছবির প্রযোজক অতুল অগ্নিহোত্রী এবং প্রভু দেবা। একটি গানের অসম্পূর্ণ শুটিং শেষ করার জন্যই স্টুডিও বুক করার কথা হচ্ছে। এক মাসের মধ্যেও শুটিং শেষ করতে পারেন সলমন।
প্রসঙ্গত, ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল সলমনের রাধের। কিন্তু লকডাউনের কারনে তা সম্ভব হয়নি। এখনও ছবির কিছু শুটিংও বাকি রয়েছে। তাই ওটিটি প্ল্যাটফর্মেও ছবির মুক্তি সম্ভব নয়। সলমন অনুরাগীদের অপেক্ষা এখন এই ছবির মুক্তির।