‘চুল ধরে হিড়হিড় করে টেনে বের করে দেব’! নোংরা গালি দেওয়ায় অভিজিৎ বিচুকলেকে হুমকি সলমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশনের সর্বকালীন বিতর্কিত রিয়েলিটি শো গুলির তালিকায় নিঃসন্দেহে সবার প্রথমে নাম আসবে ‘বিগ বস’এর (bigg boss)। ১৫ তম সিজনে বিতর্কের মাত্রা উর্দ্ধগামী। এমনকি প্রতিযোগীদের কাণ্ডকারখানায় খোদ সলমন খান (salman khan) পর্যন্ত বীতশ্রদ্ধ প্রতিযোগীদের কাণ্ডকারখানা দেখে। সদ‍্য প্রকাশ‍্যে আসা উইকেন্ড কা ওয়ার পর্বের প্রোমোতে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে ঘরে ঢুকে মারার হুমকি দিচ্ছেন সলমন।

বিশেষত প্রতিযোগী অভিজিৎ বিচুকলের (abhijit bichukale) উপরে তুমুল ক্ষেপে গিয়েছেন সলমন। তিনি বলেন, “আপনি খুব খারাপ কাজ করেছেন। এই যে আপনি এত নোংরা নোংরা গালিগালাজ করেছেন, অন‍্য কেউ আপনার পরিবারকে বললে আপনার কেমন লাগবে? যে গালিগুলো দিয়েছেন সেগুলো আমি এখানে বলতেও পারব না। এ হবে প্রধানমন্ত্রী!”


এরপরেই সলমন সরাসরি হুমকি দিয়ে অভিজিৎকে বলেন, “সপ্তাহের মাঝামাঝি আসব আর তোর চুল ধরে টেনে বের করে দেব এখান থেকে!” সলমনের কথা শেষ হতেই অভিজিৎ জিজ্ঞাসা করেন এবার তিনি বলার সুযোগ পাবেন কিনা। এতে আরো রেগে যান সলমন। তিনি বলে ওঠেন, এবার অভিজিৎ মুখ খুললে ঘরে ঢুকে তিনি মেরে আসবেন।

সলমনের ধমক শুনেই রেগে আগুন অভিজিৎ। সঙ্গে সঙ্গে নিজের আসন ছেড়ে উঠে বেরিয়ে যান তিনি। তাঁকে বলতে শোনা যায়, এই শোতে তিনি থাকতেও চান না। ঘরের দরজা খোলারও আদেশ করতে শোনা যায় তাঁকে। জানিয়ে রাখি, বিগ বসের ঘরে টাস্ক চলাকালীন প্রতীক সেহজপাল ও দেবলীনা ভট্টাচার্যকে গালিগালাজ করেছিলেন অভিজিৎ।

https://www.instagram.com/tv/CYdpEbOlXGC/?utm_medium=copy_link

একটি টাস্কের সময় হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন প্রতীক ও উমর রিয়াজ। প্রতীককে ধাক্কা দিতে দেখা যায় উমরকে। পরে সলমন ও শোয়ের নির্মাতারা উমরকে শো থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ক্রমেই ফিনালের দিকে এগিয়ে চলেছে শো। দেখার পালা সেরার শিরোপা ওঠে কার মাথায়।

সম্পর্কিত খবর

X