লোহার রড হাতে ধাওয়া করে আসছে ২০ জন বাইক আরোহী! কোনোমতে প্রাণ বাঁচিয়ে ফেরেন সলমন

বাংলাহান্ট ডেস্ক: জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন সলমন খান (Salman Khan)। তাঁকে সর্বক্ষণ নাকি নজরে নজরে রাখছেন দুষ্কৃতীরা। দুবার খুনের হুমকি দিয়ে চিঠি পেয়েছেন। সবার সামনে যতই বেপরোয়া ভাব দেখান না কেন, ভাইজান যে ভয় পেয়েছেন তা তাঁর গত কয়েকদিনের কাজকর্মেই স্পষ্ট।

ইতিমধ‍্যেই আত্মরক্ষা করার দাবি জানিয়ে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি করিয়ে নিয়েছেন সলমন। গাড়িতে চড়েছে বুলেটপ্রুফ কভার। নিজের চারিদিকে একটা দুর্ভেদ‍্য দুর্গ বানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সলমন। জনসমক্ষেও তেমন একটা আসছেন না ভাইজান।

Salman
তবে বিপদ যে সলমনের কাছে নতুন এমন কিন্তু নয়। এর আগেও একাধিক বার বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। একবার লোহার রড হাতে নিয়ে ২০ জন বাইক আরোহীর একটা দল ধাওয়া করেছিল।সলমনকে। কোনো রকমে বেঁচে ফিরেছিলেন তিনি সেবার।

এই ঘটনা ২০১৩ সালের, হায়দ্রাবাদে। সে সময়ে চলছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ। সলমনের ভাই সোহেল খান মুম্বই হিরোজ এর দলে খেলছিলেন তেলুগু ওয়ারিয়ার্সের বিরুদ্ধে। হায়দ্রাবাদে ভাইয়ের খেলা দেখতে গিয়েছিলেন অভিনেতা। রাত ১১ টার সময়ে খেলা শেষ হতে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম থেকে বেরোন সলমন।

স্টেডিয়ামের বাইরেই রাখা ছিল অভিনেতার গাড়ি। নিরাপত্তারক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে গাড়িতে গিয়ে ওঠেন সলমন। এতদূর অবধি সব ঠিকঠাক ছিল। কিন্তু অভিনেতার গাড়ি স্টেডিয়াম ছেড়ে এগোতেই পিছু নেয় ২০ জন বাইক আরোহীর একটা দল। তাদের প্রত‍্যেকের হাতে ছিল লোহার রড।

সলমনের গাড়ির কাঁচে টোকা দিচ্ছিলেন তারা। স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত সলমনকে ধাওয়া করে এসেছিলেন বাইক আরোহীরা। ওই ঘটনায় নাকি প্রচণ্ড রেগে গিয়েছিলেন ভাইজান। তবে ভাববেন না যে বাইক আরোহীদের উদ্দেশ‍্য খারাপ ছিল। ভাইজানকে ভয় দেখাতে নয়, তাঁর সঙ্গে একবার দেখা করার জন‍্যই পুরো রাস্তাটা ধাওয়া করে এসেছিলেন তারা। ভক্ত এমনো হয়!


Niranjana Nag

সম্পর্কিত খবর