বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও পিছিয়ে গেলো বলিউডের ভাইজান, সালমান খানের (Salman Khan) ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আসার দিন। আশঙ্কা করা হচ্ছিলো যে এপ্রিল মাসে তিনি হয়তো কলকাতার মাটিতে পা রাখবেন। কিন্তু সম্প্রতি যে তথ্য সামনে আসছে সেখান থেকে আশঙ্কা করা হচ্ছে যে আরও একমাস পরে অর্থাৎ মে মাসে ইস্টবেঙ্গলে আসবেন বলিউডের নক্ষত্র। দিনটাও নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যে।
জানা গিয়েছে যে দাবাং ট্যুরের অংশ হিসাবে আগামী ১৩ই মে ইস্টবেঙ্গল তাঁবুতে এসে লাইব্রেরি ও ট্রফি রুম ঘুরে দেখবেন ‘বজরঙ্গি ভাইজান’। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে জানুয়ারি মাসে কলকাতা আসবেন তিনি। কিন্তু একাধিকবার ভেন্যু নিয়ে সমস্যা হওয়ায় এই কলকাতা সফর পিছিয়ে পিছিয়ে এখন মে মাসে গিয়ে দাঁড়িয়েছে।
একাধিক অপশন থাকলেও ভেন্যু হিসাবে ওই শো-এর জন্য ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নিয়েছেন ভাইজান। তিনি ছাড়াও পূজা হেগরে, সোনাক্ষি সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবাও ওই অনুষ্ঠানের অংশ হবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই অনুষ্ঠানের অংশ হতে পারেন বলে শোনা যাচ্ছে।
অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র ফুটবল দল ডুরান্ড কাপের গ্রূপপর্ব থেকে ছিটকে যাওয়ার পরে আইএসএলে ১০ নম্বরে অভিযান শেষ করেছে। তারপর ক্লাবের মহিলা দল কন্যাশ্রী কাপ জিতে জাতীয় লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে। জুনিয়র দল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে গ্রূপে দ্বিতীয় স্থান অর্জন করে এটিকে মোহনবাগানের সাথেই পরের পর্বের যোগ্যতা অর্জন করেছে।
পরের মরশুমে ইস্টবেঙ্গল ও ইমামি কর্তারা ভালো দল গড়তে বদ্ধপরিকর বলে ঘোষণা করেছে। তারা ইতিমধ্যেই মুম্বাই এফসিকে বড় সাফল্য এনে দেওয়া কোচ সার্জিও লোবেরার সাথে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও কোনও কিছুই চূড়ান্ত নয়। আপাতত সুপার কাপে দল কেমন পারফরম্যান্স করে সেদিকে সকলের নজর রয়েছে।