সোনা দিয়ে বাঁধানো হৃদয়, ‘ধাকড়’ এর প্রশংসা করতেই নিন্দা ভুলে সলমনের জয়জয়কার কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নাকি কেউ তাঁর ছবির প্রচার করেন না। প্রশংসাও করেন না। বহুবার এমন অভিযোগ করেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এক দুজনের থেকে প্রশংসা পেলেও তা আসে লুকিয়ে, ব‍্যক্তিগত মেসেজে। এমনকি অতি সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর ‘ধাকড়’ (Dhaakad) ছবির ট্রেলার শেয়ার করেও মুছে দিয়েছেন পরক্ষণেই। তবে এবার প্রকাশ‍্যেই কঙ্গনাকে শুভেচ্ছা জানালেন সলমন খান (Salman Khan)।

ধাকড় ছবির ট্রেলারটি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন ভাইজান। সঙ্গে লিখেছেন, ‘ধাকড় টিমকে জানাই অনেক শুভেচ্ছা।’ ট‍্যাগ করেছেন কঙ্গনাকেও। এমন অপ্র‍ত‍্যাশিত মানুষের কাছ থেকে শুভেচ্ছা পাবেন তা হয়তো ভাবতেও পারেননি অভিনেত্রী।


তবে সঙ্গে সঙ্গে উত্তরও দিয়েছেন তিনি। সলমনের শুভেচ্ছা বার্তাটি শেয়ার করে তিনি লিখলেন, ‘ধন‍্যবাদ আমার দাবাং হিরো, তোমার সোনার হৃদয়। আমি আর কখনো বলব না যে এই ইন্ডাস্ট্রিতে আমি একা। সমগ্র ধাকড় টিমের তরফ থেকে জানাই ধন‍্যবাদ।’

নরমে গরমে বহুবার সলমনের বিরুদ্ধে মুখ খুলেছেন কঙ্গনা। নিজের রিয়েলিটি শোয়ের প্রচারে ভাইজানের নাম করে আক্রমণ করেছেন। এমনকি নেপোটিজম ইস‍্যুতেও সলমনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তবে ভাইজানের তরফে নিজের ছবির জন‍্য শুভেচ্ছা পেতেই ভোল বদলে ফেললেন কঙ্গনা।

Screenshot 2022 05 13 13 04 38 545 com.instagram.android
অবশ‍্য ‘কুইন’এর এই বদলটা কিছুদিন আগে থেকেই দেখা যাচ্ছিল। যেদিন সলমনের বোন অর্পিতা খানের ইদ পার্টিতে দেখা গিয়েছিল তাঁকে, সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। ইদ পার্টিতে কঙ্গনা, তাও আবার সলমনের সঙ্গে! অভূতপূর্ব দৃশ‍্য দেখে হকচকিয়ে গিয়েছিলেন সকলেই।

https://www.instagram.com/tv/Cdde5lwI-wB/?igshid=YmMyMTA2M2Y=

পরে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “আমি সম্প্রতি একটি বলিউড পার্টিতে গিয়েছিলাম। সেখানে যতজন মানুষ ছিল সবাই শুধু ছবির ট্রেলার নিয়ে কথা বলছিল। আমি বলতে চাই, যখন ট্রেলারটা দেখে আপনারা এতটাই মুগ্ধ, তাহলে এত লুকোচুরি কেন?”

আগামী ২৭ মে মুক্তি পেতে চলেছে ধাকড়। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে ‘ধাকড়’। এজেন্ট অগ্নির চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনীশ রাজি ঘাই।

দীপক মুকুট, সোহেল মাকলাইয়ের সঙ্গে সহ প্রযোজনা করেছেন হুনর মুকুট। ছবিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ‍্যায় ও খলনায়কের চরিত্রে দেখা যাবে অর্জুন রামপালকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর