‘আমার ভাইয়ের জন্মদিন’, শাহরুখের জন‍্য আবেগঘন শুভেচ্ছা বার্তা দুঃসময়ের বন্ধু সলমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ৫৬ তম জন্মদিনে শুভেচ্ছার বন‍্যায় ভাসলেন শাহরুখ খান (shahrukh khan)। অনুরাগীরা তো বটেই, ইন্ডাস্ট্রির সহকর্মীরাও আবেগঘন শুভেচ্ছা পাঠালেন কিং খানের জন‍্য। এদের মধ‍্যে অনেকেই তাঁর দিন কয়েক আগে চলা দুঃসময়ে মুখ দিয়ে টুঁ শব্দটা পর্যন্ত বের করেননি। কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোনো কার্পণ‍্য করলেন না। এদের মাঝেই নজর কাড়ল সলমন খানের (salman khan) শুভেচ্ছা বার্তা। তিনি প্রমাণ করলেন প্রকৃত বন্ধু সুসময়ে যেমন পাশে থাকে তেমনি দুঃসময়েও থাকে।

শাহরুখের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে ভাইজান হিন্দিতে লিখেছেন, ‘আজ আমার ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন আমার ভাই’। নিজের শুভেচ্ছা বার্তাকে নিজের কাজ দিয়েই প্রমাণ করেছেন সলমন। শাহরুখের কঠিন সময়ে সবার আগে ছুটে যেতে দেখা গিয়েছিল সলমনকে। আরিয়ানের গ্রেফতারির খবর পেতেই মন্নতে ছুটে যান তিনি।


সেদিন সন্ধ‍্যাবেলা নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে মন্নতে এসে পৌঁছান সলমন। সঙ্গে সঙ্গে তাঁর গাড়ি ঘিরে ধরে পাপারাৎজি। গাড়ির সামনের সিটে বসেই হাত দিয়ে ইশারা করে তাঁর গাড়িকে যাওয়ার জায়গা করে দিতে বলতে দেখা যায় সলমনকে। যতদিন আরিয়ান জেলে ছিল নিয়মিত ফোনে যোগাযোগ রাখতেন তিনি শাহরুখের সঙ্গে। এটাই তো প্রকৃত বন্ধুত্ব।

মাদক কাণ্ডের সময় মুখে কুলুপ আঁটলেও এদিন শাহরুখের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান আলিয়া ভাট। সঙ্গে বড়সড় একটি বার্তা। ‘ডিয়ার জিন্দেগি’ অভিনেত্রী লেখেন, ‘আমার প্রিয় মানুষ। শুধুমাত্র সিনেমার রাজা না। সম্ভবত সমস্ত কিছুর রাজা। শুভ শুভ জন্মদিন এসআরকে। তুমি চিরদিন ভালবাসার সমার্থক হয়ে থাকবে। ভালবাসা এ জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস। তুমিও ঠিক তাই! আমি আশা করি, প্রার্থনা করি যেন তুমি সারা জীবন শুধু ভালবাসায় পূর্ণ দিন কাটাতে পারো, কারণ তুমি আমাদের সেটাই দিয়েছ।’

https://www.instagram.com/p/CVxnalysdzl/?utm_medium=copy_link

একা আলিয়া ও সলমন নন। মালাইকা অরোরা, অনুষ্কা শর্মা, রকুল প্রীত সিং, সিদ্ধার্থ মালহোত্রা, ফারাহ খানরাও শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। কিং খানের জন্মদিনেও নতুন ট্রেন্ড শুরু হয়েছে টুইটারে। হ‍্যাশট‍্যাগ ‘হ‍্যাপি বার্থডে এসআরকে’ ট্রেন্ডে ভেসেছে টুইটার। ‘আমরা সব প্রতিকূল সময়ে আপনাদের পাশে দাঁড়াব, আপনি মনের জোর রাখুন’, এমনি সব শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ‍্যাল মিডিয়া।

X