করোনার কোপে সলমনের বিগ বসের পারিশ্রমিক, এক ধাক্কায় অনেকটাই কমল টাকার অঙ্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিগ বসকে (bigg boss) নিয়ে যতই বিতর্ক হোক না কেন, জনপ্রিয় রিয়েলিটি শোগুলোর তালিকায় যে নিঃসন্দেহে এই শোয়ের নাম থাকবে তা সবাই একবাক্যে স্বীকার করে নেবে। নয় নয় করে কম দিন তো শুরু হয়নি এই অনুষ্ঠান। মাত্র কয়েক মাস আগেই শেষ হয়েছে বিগ বসের ১৩ তম সিজন।
১৪তম সিজনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শো শুরুর আগে থেকেই নানান গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, এই সিজনে নাকি কোপ পড়েছে শোয়ের সঞ্চালক সলমন খানের (salman khan) পারিশ্রমিকে। করোনার জন‍্যই অনেকটা কাটছাঁট করতে হয়েছে অভিনেতার পারিশ্রমিকে। করোনার জন‍্য অনেকটাই বদল ঘটেছে শোয়ের গঠনে। সামাজিক দূরত্ব মেনে শুটিংয়ের জন‍্য সেটে বেশি লোকও রাখা যাচ্ছে না। পাশাপাশি মানতে হচ্ছে অনেক সুরক্ষা বিধিও।
সব মিলিয়ে খানিক মন্দার মধ‍্যেই চলতে হচ্ছে শোয়ের নির্মাতাদের। তাই সলমনের কাছে তারা আর্জি রেখেছে পারিশ্রমিক কিছুটা কমানোর জন‍্য। সূত্রের খবর, এই সিজনে সপ্তাহ পিছু ৯ কোটি টাকা পারিশ্রমিক নেবেন সলমন। এই পরিমাণ টাকা বিগ বসের প্রথম দিককার সিজনগুলিতে পারিশ্রমিক হিসাবে নিতেন সল্লু মিঞা।


এছাড়া শোনা যাচ্ছে এই সিজনে নাকি শুটিং সেটেও দেখা মিলবে না ভাইজানের। করোনার জন‍্য পানভেলের বাগান বাড়ি থেকেই নিজের অংশের শুটিং করবেন তিনি। পাশাপাশি শোয়ের প্রতিযোগীদেরও মেনে চলতে হবে একাধিক স্বাস্থ‍্যবিধি। অন‍্যথায় কোপ পড়বে পারিশ্রমিকে। সেই সঙ্গে বিগ বসের ঘরে প্রতিযোগীদের থাকার সময়টারও এই সিজনে হেরফের ঘটতে পারে বলে শোনা যাচ্ছে।


প্রসঙ্গত, জানা গিয়েছে এই সিজনের থিম হতে চলেছে ‘জঙ্গল’। সর্বমোট ১৬ জন প্রতিযোগী অংশ নেবেন এই সিজনে। তাদের মধ‍্যে তিনজন সাধারন মানুষ ও বাকিরা সকলেই তারকা। তবে অন‍্যান‍্য বারের মতো এবারেও শোয়ের নির্মাতাদের কড়া নজর রয়েছে যাতে তারকা প্রতিযোগীদের বিষয়ে কোনও তথ‍্য ফাঁস না হয়। সংবাদমাধ‍্যম সূত্রে খবর, বিতর্কিত টিকটক তারকা আমির সিদ্দিকিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিগ বসে অংশগ্রহণের জন‍্য।

সম্পর্কিত খবর

X