বাংলাহান্ট ডেস্ক: বলিউডে চাঞ্চল্য। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) উপরে হামলা হওয়ার পর থেকেই তটস্থ ভাব চতুর্দিকে। লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) এর গ্যাং সিধুর হত্যার দায় স্বীকার করেছে। আর এই ঘটনার পরেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে সলমন খানের (Salman Khan)।
উল্লেখ্য, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই হুমকি দিয়েছিলেন ভাইজানকে মারার। ২০১৮ সালে তিনি হুমকি দিয়েছিলেন, যোধপুরে সলমনকে হত্যা করবেন তিনি। তাঁর ডানহাত সম্পাত নেহরা অভিনেতার বাড়ির আশেপাশে রেকিও করেছিলেন। কিন্তু শেষমেষ পুলিসের হাতে ধরা পড়েন তিনি।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দিল্লি পুলিসের স্পেশ্যাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংকে আটক করেছিল। আদালতে তোলার সময়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, “আমরা করব যখন জেনেই যাবেন। সলমন খানকে যোধপুরেই মারব। এরা জেনে যাবেন। এখনো তো আমি কিছু করিইনি। বিনা কারণে আটক করছে।”
সিধুর হত্যাকাণ্ডের দায় স্বীকার করার পরেই সলমনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল। পুলিসের তরফ থেকে জানানো হয়েছে অভিনেতার সুরক্ষা বাড়ানোর জন্যই এই ব্যবস্থা। রাজস্থানে যেসব কাণ্ড হচ্ছে তা থেকে তিনি যাতে সুরক্ষিত থাকেন তার জন্যই বাড়ানো হয়েছে নিরাপত্তা। সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে সর্বক্ষণ পুলিস মোতায়েন থাকবে।
গত বছরের মাঝামাঝি সময়ে পুলিসের জালে ধরা পড়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক শার্পশুটার। পুলিসের জেরায় সে স্বীকার করে সলমনকে খুনের পরিকল্পনা ছিল। এমনকি সেই মতো আগে থেকে ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল। আসলে বিষ্ণোইরা কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। তাই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনের নাম জড়ানোয় অভিনেতা বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় চলে এসেছেন।