কালীঘাটে সলমান! তবে কি রাজনৈতিক যোগের সম্ভাবনা?

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। প্রায় ১৩ বছর পর কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন বলিউড (Bollywood) ভাইজান সলমান খান (Salman Khan) । ইডেন গার্ডেনে একটি কনসার্টে অংশগ্রহণ করতে আসছেন অভিনেতা। তবে শোনা যাচ্ছে, কলকাতা এসেই কালীঘাটে যাবেন তিনি। সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) -এর সঙ্গে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

চলতি মাসের ১৩ তারিখ কলকাতায় পা রাখবেন সলমান। যদিও চলতি বছরের জানুয়ারি মাসেই ‘দ্য ব্যাং’ ট্যুরের অংশ হিসেবে শহরে আসার কথা ছিল তাঁর। তবে ভেস্তে যায় সেই পরিকল্পনা। এরপরেই জানা গেছিল মে মাসে আসছেন তিনি। অবশেষে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয় সলমানের টিমের পক্ষ থেকে।

Salman Khan

তবে একা সলমান খান নন। ওই একই দিনে কলকাতায় হাজির থাকবেন এক ঝাঁক বলি তারকা। থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, এবং আয়ুষ শর্মা। এছাড়াও সংগীতের মাধ্যমে মঞ্চ মাতাবেন গুরু রণধওয়া। জানা যাচ্ছে, সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে কনসার্ট।

কলকাতা ট্যুর নিয়ে নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘হাই কোলকাতা। আমি খুব শীঘ্রই আছি। আশা করছি আমার সকল ভক্তকে দেখতে পাবো ইস্টবেঙ্গল মাঠে। আশা করতে পারি চলতি মাসের ১৩ তারিখটা সকলেরই ভালো কাটবে। দেখা হচ্ছে’। জানা গেছে, বলিউড ভাইজানের এই শো এর উদ্যোগ নেওয়া হয়েছে সোহেল খান এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে। অভিনেত্রী সোনাক্ষী সিনহার সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে ‘দ্য ব্যাং’ ট্যুরের ঝলক।

তবে সবচেয়ে বড় কথা হল, কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিনেতা। যদিও অনেকেই হয়তো জানেন যে, বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ কোন সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার সলমান খানের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে কি কথা হতে চলেছে এখন সেদিকেই নজর সব মহলের।

additiya

সম্পর্কিত খবর