সেভাবে আসেনি সাফল্য, তবুও ছবির জন্য কাড়ি কাড়ি টাকা খরচ! কাকে কত মাইনে দিলেন সলমান?

বাংলাহান্ট ডেস্ক: ঈদ উপলক্ষে বক্স অফিসে মুক্তি পেয়েছিল সলমান খান (Salman Khan) অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bhai Kisi Ka Jaan)। দীর্ঘদিন পর বক্স অফিসে সলমান খানের ছবি মুক্তি পাওয়ার পরেও সেভাবে সাফল্য এলো না ঘরে। ১০০ কোটির ঘরে প্রবেশ করতে লেগে গেল দশ দিন। রবিবার পর্যন্ত এই ছবি সংগ্রহ করেছে ১০০.৩০ কোটি টাকা। দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের (Pooja Hegde) জাদুও খুব একটা বেশি কাজ করল না।

এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন ফরহাদ সামজি। সলমানের হোম প্রোডাকশন ছিল এই ছবির প্রযোজনার দায়িত্বে। তবে সফলতা আসুক আর নাই আসুক, এই ছবিতে কাজ করার জন্য মোটা অংকের পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা।

Pooja Hegde

পূজা হেগড়ে : সলমান খানের বিপরীতে দেখা গেছে দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে। জানা যাচ্ছে এই ছবিতে কাজ করার জন্য মোট ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

Daggubati Venkatesh

ভেঙ্কটেশ দাগ্গুবতী : দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ এই সিনেমায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। জানা যাচ্ছে, সলমানের কাছ থেকে মোট ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

Jagapathi Babu

জগপতি বাবু : এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গেছে দক্ষিণের তারকা জগপতি বাবুকে। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ১.৫ কোটি টাকা।

Raghav Juyal

রাঘব জুয়াল : এই ছবিতে সঞ্চালক হিসেবে কাজ করেছেন রাঘব। পারিশ্রমিক হিসেবে সলমানের এর কাছ থেকে তিনি নিয়েছেন ৭০ লাখ টাকা।

Shehnaaz Kaur Gill

শেহনাজ গিল : সলমান খানের হাত ধরেই বলিউড সফর শুরু হল বিগ বস এর প্রাক্তন খেলোয়াড় শেহনাজ গিলের। এই ছবিতে কাজ করার জন্য ৫৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

Siddharth Nigam

সিদ্ধার্থ নিগম : ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন সিদ্ধার্থ নিগম। প্রথম ছবিতে কাজ করে ২০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

Avatar
additiya

সম্পর্কিত খবর