রাধে ছবিতেও পুলিশের চরিত্রে দেখা যাবে সলমনকে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ‘দবং’ ফ্র্যাঞ্চাইজ়ির পরে আরও এক বার পুলিশের চরিত্রে সলমন। এর আগে বহু ছবিতে যদিও তাকে দেখা গেছে পুলিশের চরিত্রে অভিনয় করতে। ভাইজানের ভক্তরা তবু ও বার বার তাকে দেখতে চান পুলিশ ওয়ার্দিতে। 

 

সম্প্রতি সলমন খান সদ্য শেষ করেছেন ‘দবং থ্রি’র কাজ। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। তবে এর মাঝেই শোনা যাচ্ছে, ৪ নভেম্বর থেকে শুরু হবে সলমনের পরবর্তী ছবি ‘ইন্ডিয়াজ় মোস্ট ওয়ান্টেড কপ: রাধে’র কাজ। ‘ইনশাল্লাহ’র কাজ স্থগিত হয়ে যাওয়ায় পরের বছর আগামী ইদে সলমনের কোন ছবিটি আসবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। যদিও এখনও সেই বিষয় ছবির নির্মাতারা কিছুই জানাননি।

মনে করা হচ্ছে, এই ছবিটি আগামী ইদে আসতে পারে। ‘ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড কপ: রাধে’ ছবিটির পরিচালক প্রভু দেবা। এটি কোরিয়ান ছবি ‘দ্য আউটলজ’-এর রিমেক। তাই ভাইজানের ভক্তরা জানার আগ্রহে বসে আছে যে গ্যাংস্টারদের খতম করার জন্য সলমনের লুক ও চরিত্র ‘চুলবুল পাণ্ডে’র চেয়ে এখানে কতটা আলাদা হবে, সেটাই এ বার দেখার।

 

প্রসঙ্গত, ২০১০ সালের ওয়ান্টেড’ ছবিতেও সলমন খানের চরিত্রের নাম ছিল রাধে এবং সেখানেও পুলিশের চরিত্রে দেখা যায় তাকে। 

 

X