করোনা সম্পর্কে সচেতন করতে নয়া পদক্ষেপ, নিজেই গান বানিয়ে গাইলেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে পরিবারের সঙ্গে মুম্বইয়ের পানভেলের ফার্ম হাউসে রয়েছেন সলমন খান (Salman khan) । সেখানে সবার সঙ্গে গল্প গুজব করে, প্রিয় ঘোড়ার দেখভাল করেই সময় কাটছে তাঁর। সেই সঙ্গে করোনা মোকাবিলায় অসহায় মানুষদের পাশেও সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। নিয়মিত অর্থ সাহায‍্য করছেন বড় সংখ‍্যক শ্রমিকদের। আর এবারে করোনা সম্পর্কে সচেতন করতে গান নিয়ে হাজির হলেন সল্লু মিঞা।
গানের নাম ‘পেয়ার করোনা’। নিজেই গানটি গেয়েছেন সলমন। হুসেন দালাল ও তিনি মিলিত ভাবে লিখেছেন এই গান। সুর দিয়েছেন সাজিদ ওয়াজিদ। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে এই গানেরই টিজার প্রকাশ করেছেন অভিনেতা। সম্পূর্ণ গানটি মুক্তি পাবে সোমবার। সলমনের ইউটিউব চ‍্যানেলেই পাওয়া যাবে এই গান।


প্রসঙ্গত, লকডাউন ঘোষনা হওয়ার কিছুদিন আগেই একটি ছবির বিষয়ে কথা বলতে ফার্মহাউসে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পরিচালক অভিরাজ মিনাওয়ালা। ছবিতে সলমনের বোন আয়ুষ শর্মার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। সেই কারণে অর্পিতা ও আয়ুষও গিয়েছিলেন সলমনের সঙ্গে। আর এক বোন আলভিরা ও তাঁর স্বামী অতুলকেও ডেকে নিয়েছিলেন অভিনেতা। সেই সঙ্গে সোহেল খানের ছেলে নির্বাণও বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করার জন‍্য ওই ফার্ম হাউসেই গিয়েছিলেন।

https://www.instagram.com/p/B_JyTOKFN8p/?igshid=m2la3ros8w5u

অপরদিকে ‘গেন্দা ফুল’ এর বিষয়ে আলোচনা করতে জ‍্যাকলিন ফার্নান্ডেজও পৌঁছান সলমনের বাগান বাড়িতে। তার মধ‍্যেই লকডাউন হওয়ায় সেখানেই আটকে পড়েন সবাই।

X