বাংলাহান্ট ডেস্ক : ইমেইল মারফত এসেছে হুমকি চিঠি। আর তারপরেই নিরাপত্তা বেড়েছে বলিউড (Bollywood) অভিনেতা সালমান খানের (Salman Khan)। ইতিমধ্যেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার সহ আর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। কিন্তু তাতেও কমছে না আতঙ্ক। যদিও বিন্দাস রয়েছেন সকলের প্রিয় ভাইজান।
ইমেল মারফত আসে হুমকি। অভিনেতার সঙ্গে মুখোমুখি কথা বলতে চান গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যদিও এই প্রথম নয়। এর আগেও হুমকির সুরে একবার তিনি বলেছিলেন ,’ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে অভিনেতা সালমান খানকে। তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। আর তিনি যদি তা না করেন তাহলে খুন করা হবে তাঁকে।
ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, ছেলে হুমকি পাওয়ার পর থেকেই আতঙ্কে ঘুম উড়েছে অভিনেতার বাবা সেলিম খানের। আতঙ্কের মধ্যে রয়েছে বলিউড অভিনেতার গোটা পরিবার। যদিও এসব বিষয়ে ভাবতেই নারাজ অভিনেতা। তিনি রয়েছেন ‘ডোন্ট কেয়ার’ মনোভাবেই। যদিও অনেকের মতে, মা বাবা যাতে আরও বেশি চিন্তিত হয়ে না পারেন সে কারণেই এই মনোভাব বহন করছেন সালমান খান। তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন ‘ কিসি কা ভাই কিসি কা জান’ ছবির কাজে।
গতবছর সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পরেই হুমকি চিঠি পেয়েছিলেন বলিউড সুপারস্টার। সে সময় নিরাপত্তা বাড়ানো হয়েছিল অভিনেতা। তাকে এখন সর্বক্ষণ ঘিরে রাখে ‘Y+’ ক্যাটাগরির নিরাপত্তা রক্ষীরা। এমনকি আত্মরক্ষার জন্য তাঁকে দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স।
ঘটনা সূত্রপাত বহু বছর আগে। ‘হাম সাত সাত হ্যায়’ ছবির শুটিং চলাকালীন একটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন অভিনেতা। আর তাতেই তিনি পড়েন বিপদে। ৫ বছর কারাবাসেই কাটাতে হয় অভিনেতাকে। তবুও শান্তি পাননি বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন। অভিনেতার সেই কাজ কিছুতেই ভুলতে পারছেন না তাঁরা। আর সে কারণেই বারবার হুমকি চিঠি আসছে অভিনেতার কাছে।