একই বাড়িতে প্রার্থনা করছেন দুই ধর্মের মানুষ, সম্প্রীতির বার্তা সলমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গৃহবন্দি হয়ে অন‍্যান‍্যদের মতোই সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রয়েছেন সলমন খান (Salman khan)। এই মুহূর্তে মুম্বইয়ের পানভেলে তাঁদের বাগানবাড়িতে রয়েছেন তিনি। প্রথম দফার লকডাউন শুরুর আগে থেকেই বাগানবাড়িতে রয়েছেন অভিনেতা। বাবা সেলিম খান ও ভাই সোহেল খান ছাড়া পরিবারের আর সকলেই রয়েছেন সেখানে।


সোশ‍্যাল মিডিয়ায় লকডাউনের (lockdown) নিয়ম মেনে চলার জন‍্য মাঝে মাঝেই অনুরোধ করতে দেখা যায় সলমনকে। আর এবার এই কঠিন পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সলমন। সেখানে দেখা যাচ্ছে, একই বাড়ির দুই তলায় দুই ধর্মের মানুষ বসে প্রার্থনা করছেন। একজন হাত জোড় করে ঈশ্বরকে প্রণাম করছেন তো অপরজন নামাজ পড়ছেন।

https://www.instagram.com/p/B90rcaxlVfJ/?igshid=1gwaf2qbr0xoi

ছবির ক‍্যাপশনে সলমন লিখেছেন, ‘দৃষ্টান্ত তৈরি করছে’। এই কঠিন পরিস্থিতিতে এমন ঐক‍্য ও সম্প্রীতির বার্তা দেওয়ায় স্বাভাবিক ভাবেই সলমনের প্রশংসা করেছেন নেটিজেনরা।

https://www.instagram.com/tv/B95Pg0-lI6d/?igshid=1gxu26t4czh6k

এর আগে ফাঁকা মসজিদ ও বন্ধ কবরখানার ছবি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, ‘এই মুহূর্তে দেশের পরিস্থিতি বোঝার জন‍্য ধন‍্যবাদ। ঈশ্বর সবাইকে ভাল রাখুন, রক্ষা করুন’। বলা বাহুল‍্য সেই পোস্টও তুমুল ভাইরাল হয়েছিল।

https://www.instagram.com/p/B-yf_IjlvK6/?igshid=ziz2oxywn1l7

https://www.instagram.com/p/B-xPAC_lOnq/?igshid=yq3bwj9dhzhd

প্রসঙ্গত, লকডাউনে বাগানবাড়িতে থেকে প্রকৃত ভালবাসা খুঁজে পেয়েছেন সলমন। আয সে হল অভিনেতার ঘোড়া। এই কদিন ঘোড়া নিয়েই সময় কাটাচ্ছেন তিনি। আর সেই সব ছবিই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন অভিনেতা।

https://www.instagram.com/p/B-_1sunl2Ov/?igshid=11y2ci7byvyps

 

আসলে পানভেলের বাড়িতে বন্দি হয়ে প্রায় সারাক্ষণই সোশ‍্যাল মিডিয়ায় কাটাচ্ছিল মিডিয়া। ঘুমাও আর কি।

X