‘টাইগার থ্রি’ হবে বলিউডের সবথেকে বড় বাজেটের ছবি, পারিশ্রমিকে বড় দাঁও মারলেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা, লকডাউন, বলিউডে (bollywood) মাদক, রাজনৈতিক তরজা এসবের মধ‍্যেই নিজের আখেরটা ঠিকই গুছিয়ে নিচ্ছেন সলমন খান (salman khan)। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর দু দুটি ছবি, রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই এবং টাইগার থ্রি (tiger 3)। বলিউডের এখনও পর্যন্ত সবথেকে বেশি বাজেটের ছবি হতে চলেছে টাইগার থ্রি।

জানা গিয়েছে, ২০০ থেকে ২২৫ কোটি টাকা বাজেট হতে চলেছে এই ছবির। বলিউডে এর থেকে বেশি বাজেটের ছবি এখনও পর্যন্ত হয়নি। ‘টাইগার’ ফ্র‍্যাঞ্চাইজের এটি তৃতীয় ছবি। এর আগে এক থা টাইগার ও টাইগার জিন্দা হ‍্যায় ছবিদুটিতেই সলমনের বিপরীতে ছিলেন ক‍্যাটরিনা কাইফ। এবারেও তিনিই থাকবেন নায়িকার চরিত্রে।


জানা যাচ্ছে, এই ছবির জন‍্য বেশ বড়রকমের দাম হেঁকেছেন সলমন। ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তিনি এই ছবির জন‍্য। ক‍্যাটরিনার পারিশ্রমিকের অঙ্ক এখনও জানি যায়নি। ছবি নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের শেষেই ছবির শুটিং শুরু হবে বলে খবর।

অপরদিকে আসন্ন বিগ বসের ১৪ তম সিজনের শুটিংয়েও ব‍্যস্ত রয়েছেন সলমন। কিছুদিন আগেই প্রকাশ‍্যে এসেছে বিগ বসের নয়া প্রোমো। প্রোমোতে কখনও ঘর মুছতে আবার কখনও সিনেমাহলে বসে পপকর্ন খেতে দেখা গিয়েছে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শো শুরু হবে বলে জানা গিয়েছে। শোয়ের থিম এবার হতে চলেছে জঙ্গল। এছাড়া বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে করোনাকে প্রতিহত করার উপায়ও থাকবে শোয়ের মধ‍্যে।


তবে শোনা যাচ্ছিল সলমন শোয়ের সঞ্চালনা করলে বিগ বসকে বয়কট করা হবে, এমনটাই জানিয়েছে নেটজনতা। বাধ‍্য হয়ে নির্মাতারা শোয়ের সম্প্রচার বন্ধ রেখেছে। আগামী ২৭ সেপ্টেম্বর সম্প্রচারিত হওয়ার কথা ছিল বিগ বসের চোদ্দতম সিজন।

কিন্তু সোশ‍্যাল মিডিয়ায় যেভাবে এই শো বয়কটের ডাক উঠেছে তাতে ঘাবড়ে গিয়েছেন শোয়ের নির্মাতারা। শোয়ের সঞ্চালক পদ থেকে সলমনকে সরানোর দাবি উঠেছে নেটদুনিয়ায়। অভিনেতার সব ছবি, টিভি শো বয়কটের ডাক দেওয়া হয়েছে। এমন অবস্থায় বাধ‍্য হয়ে শোয়ের সম্প্রচার আপাতত বন্ধ রেখেছে নির্মাতারা। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

X