বাংলা হান্ট ডেস্ক: মেট্রো কলকাতাবাসীর কাছে একটি নিত্যপ্রয়োজনীয় যানবাহন। অনেক দূর পর্যন্ত খুব দ্রুত গতিতে পৌঁছে দেয় এই মেট্রো। কিন্তু সমস্যার বিষয় সমগ্র শহরজুড়ে এই মেট্রো ব্যবস্থা চালু নয়। কিন্তু এ নিয়ে দিনের পর দিন কাজ চলছে শহরের আনাচে-কানাচে, তৈরি হচ্ছে মেট্রো স্টেশন। ইতিমধ্যেই অনেক জায়গার কাজ শুরু হয়েছে, অনেক জায়গায় কাজ আবার শেষের দিকে, আবার কিছু জায়গায় কাজ শেষ হয়ে তা উদ্বোধনের মুখে। এরই মধ্যে সুখবর দিল রাজ্য সরকার কালীপুজোর আগেই সল্টলেকে ছুটবে মেট্রো।
জানা গেছে ২৪ অক্টোবর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেই দিনই প্রধানমন্ত্রী মোদী কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক অংশের উদ্বোধন করবেন। বর্তমানে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ছ’টি স্টেশনে জোরকদমে করে নেওয়া হচ্ছে ফাইনাল ট্রায়াল রান।
প্রসঙ্গত এ বছর দুর্গা পুজোর আগেই এই সল্টলেক মেট্রো চালু হওয়ার কথা ছিল। কিন্তু এর মাঝখানে বউবাজারে মেট্রোর কাজ চলাকালীন বিপর্যয় ঘটায় সেই পরিস্থিতি সামলাতে বেশি মন দেন কেএমআরসিএল। তবে খুব একটা বেশি দেরি হয়নি, কালী পুজোর আগেই শুরু হচ্ছে এই মেট্রো ব্যবস্থা।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী সল্টলেকে মেট্রো চালু হওয়া নিয়ে আর বেশি দেরি করতে চায়না রেলবোর্ড, তাই শুভস্য শীঘ্রম এই মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪শে অক্টোবর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে সল্টলেক মেট্রোর শুভ আরম্ভ করবেন৷ তাই সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ছ’টি স্টেশনে ট্রায়ালরান চলছে জোরকদমে।