খেলার মাঠ থেকে স্টুডিও পাড়া, সব জায়গাতেই এখন একটাই রব। বিচার চাই। বিচার চাই। রবিবার যুবভারতী স্টেডিয়ামে (Saltlake Stadium) ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে বাতিল হয়ে গিয়েছে সেটি। জানানো হয়েছিল পুলিশি নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে এই ম্যাচ। এদিন স্টেডিয়ামে (Saltlake Stadium) দুই দলের মিলে মিশে থাকার শপথ নিয়েছিলেন সাপোর্টাররা। তাঁদের স্লোগান হয়ে উঠত, ‘দুই গ্যালারির একই স্বর জাস্টিস ফর আর জি কর।’ তবে, ম্যাচ বন্ধ হওয়ায়, প্রতিবাদ জানানোর এই রাস্তাটি বন্ধ হয়ে যায়।
ফলে সমর্থকরা সিদ্ধান্ত নেন রবিবার বিকেলে স্টেডিয়ামের সামনে প্রতিবাদ জানানোর। তবে, এদিন সকালেই ১৪৪ ধরা জারি করা হয় স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকায়। ফলে আবারও বাঁধা পায় তাদের প্রতিবাদ। কিন্তু, ১৪৪ ধরা জারি সত্ত্বেও স্টেডিয়ামের সামনে উপস্থিত হন সমর্থকরা। ‘সমর্থকদের’ গলায় শোনা যায় উই ওয়ান্ট জাস্টিসের স্বর। তবে, পুলিশ জানায় এই জমায়েতে অস্ত্র নিয়ে আসার একটি অডিও রেকর্ড রয়েছ তাদের কাছে।
যুবভারতী স্টেডিয়ামে (Saltlake Stadium) ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
সমর্থকরা আগেই জানিয়েছিল তারা শান্তিপূর্ণ জমায়েত চায়। এরকম কিছু দেখলে তারা নিজেরাই প্রতিবাদ করবে। পরবর্তীতে প্রশ্ন করা হয়, কেন ম্যাচ বাতিল করা হল? নিরাপত্তার প্রসঙ্গে সমর্থকরা জানায়, ‘তবে পুলিশ মোতায়েন করা হল না কেন?’ প্রথমে দুই দলের সমর্থকদের হতে দুই দলের পতাকা থাকলেও, পরে তারা একে অপরের পতাকা উড়িয়ে প্রতিবাদ শুরু করে।
প্রতিবাদ আটকাতে টিয়ার গ্যাসের ব্যবস্থা আগেই করেছিল পুলিশ। তবে তার আগে বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে বলে পুলিশ বাহিনী। কিছু প্রতিবাদীরা সরে গেলেও, সরেনি বেশিরভাগ সমর্থকরাই। তাদের মিছিলে যোগ দিতে দেখা যায় মহমেডান স্পোর্টিং ক্লাবকেও। মিছিলে উপস্থিত থাকতে দেখা যায় ঊষসী চক্রবর্তীকেও। তারপরেই সমর্থকদের উপর লাঠিচার্জ করে পুলিশ বাহিনী। আটক করে নিয়ে যেতেও দেখা গিয়েছে। তারপরেই শুরু হয় পুলিশ হায় হায় স্লোগান। একাধিক সমর্থকরা আহত হয়েছেন পুলিশের লাঠির আঘাতে। এমনকি মহিলা সমর্থকদের উপরেই লাঠিচার্জ করে পুলিশ।