বাংলা হান্ট ডেস্কঃ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের 15 তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 3 উইকেট হারিয়ে 220 রানের পাহাড় তৈরি করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে 202 রানেই শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স এর ইনিংস। 18 রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই।
এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হারলেও শেষের দিকে কেকেআরের দুই ব্যাটসম্যান আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স ঝড়ো ইনিংস খেলে কলকাতাকে জয় এনে দেওয়ার আপ্রান চেষ্টা করেন কিন্তু এই দুজনের ব্যাটে ভর করেও ম্যাচ জিততে ব্যর্থ হয় কেকেআর।
এই ম্যাচে 34 বলে অপরাজিত 66 রানের ঝড়ো ইনিংস খেলেন প্যাট কামিন্স। এই ম্যাচের 16 তম ওভারে বল করতে আসেন চেন্নাই সুপার কিংস এর স্যাম করণ। করনের সেই ওভারে 30 রান নিয়ে নেন প্যাট কমিন্স। আইপিএল 2021 এখনও পর্যন্ত এটিই সবচেয়ে ব্যয়বহুল ওভার। সেই ওভারে চারটি 6 এবং একটি চার মেরে মোট 30 রান করেন প্যাট কমিন্স। আর কমিন্সের কাছে এই মারের পরেই কার্যত মন ভেঙে গিয়েছে তরুণ বোলার স্যাম কারণের। এমনকি নেট নাগরিকরা দাবি করছে এরপর কার্যত আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে স্যাম করণ। যদিও এর আগেও বহুবার অনেক বোলার এর থেকেও ব্যয় বহুল ওভার করে ফিরে এসেছে।