T-20 বিশ্বকাপের আগে বড়সড় ঝটকা খেল ইংল্যান্ড, চোট লাগার কারণে দল থেকে বাদ গেল মারাত্মক প্লেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই বেজে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ১৭ অক্টোবর থেকে বিশ্ব জয়ের জন্য মাঠে নামতে চলেছে সারা বিশ্বের ক্রিকেট কিংবদন্তীরা। সেই কারণেই এখন রীতিমতো সাজে সাজো রব আরব আমিরশাহীতে। সারা বিশ্ব থেকে ক্রিকেট দলগুলি ইতিমধ্যেই আরব আমিরশাহীতে পৌঁছাতে শুরু করেছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এবার বড় ঝটকা খেল ইংল্যান্ড।

এমনিতেই বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়। তাই হাতেগোনা কয়েকজনকেই মাত্র পাচ্ছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। তাদের মধ্যে অন্যতম ছিলেন সিএসকের অলরাউন্ডার স্যাম ক্যুরান। কিন্তু এই গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সাথে পাবেনা ইংল্যান্ড। রাজস্থান রয়েলসের বিরুদ্ধে খেলা চলাকালীন পিঠে ব্যথা অনুভব করার কারণে এবার বিশ্বকাপ এবং আইপিএল দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ইংরেজ অলরাউন্ডার।

আজ অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে ইসিবি। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে রাজস্থানের বিরুদ্ধে খেলা চলাকালীন পিঠে চোট পাওয়ার কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন স্যাম কুর‍্যান। আপাতত এখান থেকেই সোজা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে দলের মেডিকেল টিমের সঙ্গে চলবে তার চিকিৎসা। স্ক্যান করে ইতিমধ্যেই দেখা গিয়েছে চোট বেশ গুরুতর। আর সেই কারণেই বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেল এই অলরাউন্ডারের।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তার বদলে দলে রয়েছেন টম ক্যুরান এছাড়া রিস টপলিকেও রিজার্ভ দলে শামিল করা হয়েছে। তবে স্যাম কুর‍্যানের না থাকা বিশ্বকাপে যথেষ্ট বেগ দিতে পারে ইংল্যান্ড দলকে অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল: ইয়ন মরগান, মeenন আলী, জন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টন, ডেভিডডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রায়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড

রিজার্ভ: লিয়াম ডেভসন, রিস টপলি, জেমস ভিনসলাইভ

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর