অভুক্ত মানুষের পেট ভরাতে করোনা কালে মাত্র ১টাকায় খাবার খাওয়াচ্ছে এই রেস্তোরাঁ

১ টাকা, এই আগুনের বাজারে হয়তো তাতে একটি লজেন্স ছাড়া আর কিছুই কেনা সম্ভব নয়। পেটভরা খাবার তো দূরের কথা। কিন্তু এমনই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দিল্লির (delhi) এক রেস্তোরাঁ। শ্যাম রসুই (shyam rasoi) নামের এই রেস্তোরাঁ মাত্র ১ টাকায় গরীব অভুক্ত মানুষের পেট ভরানোর দ্বায়িত্ব নিয়েছে।

IMG 20201028 191804

প্রতিদিন দুপুর ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই খাবারের বিতরণ চলে। ১ হাজার মানুষ এখানে এসে নিজেদের খাবার নিয়ে যান। ই রিক্সার সাহায্যে আশেপাশের আরো হাজার খানেকের কাছে খাবার পৌঁছে দেন রেস্তোরাঁর কর্মীরাই।

IMG 20201028 191737

রেস্তোরাঁর মালিক পারভিন কুমার গোয়েল জানান, এক আন্তর্জাতিক সমীক্ষা থেকে তিনি জানতে পারেন এই বছরের শেষে সারা বিশ্বে ১৩০ মিলিয়নের বেশি মানুষ অভুক্ত থাকবে। এই তথ্য জানার পরেই গরীব মানুষের কথা ভেবে তাদের পেট ভরানোর দ্বায়িত্ব নেন পারভিন। ভাত, ডাল, সোয়াবিনের পোলাও, পনির সবই মেলে এই ১ টাকার থালিতে।

IMG 20201028 191713

পারভিন জানিয়েছেন প্রথমে ১০ টাকা রাখলেও তিনি দেখেন অনেকেরই ১০ টাকা দেবার সামর্থ্য নেই। তাই তিনি থালির দাম কমিয়ে ১ টাকা রাখেন। অনেকেই তাকে সাহায্য করছেন। এমনকি এক বৃদ্ধা তার সম্পূর্ণ রেশন তাদের হাতে তুলে দিয়েছেন। তিনি চান আরো মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসুন যাতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে পারেন তারা।

এই মুহুর্তে আনলকডাউনের প্রক্রিয়া শুরু হলেও অনেকেই তাদের পুরোনো কাজ ফিরে পান নি। ফুরিয়ে গেছে সঞ্চয়ের টাকাও এই পরিস্থিতিতে শ্যাম রসুইয়ের এই পদক্ষেপ প্রশংসার দাবিদার তাতে সন্দেহ নেই।

 

 

 


সম্পর্কিত খবর