‘যেখানে হিন্দুরা হোলি খেলছে, সেখানে যাবেন না!” ফের বিতর্কিত বয়ান সমাজবাদী সাংসদের

বাংলাহান্ট ডেস্ক : হিন্দুরা যেখানে হোলিতে রঙ খেলবেন মুসলিমরা যেন সেখানে না যান, এবার এমনই ফতোয়া জারি করতে শোনা গেল সম্বলের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ককে। তাঁর মতে শব-ই-বরাত এবং হোলি একই দিনে পড়েছে। তাই হোলির অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলমানদের আজকের পরিবেশকে নষ্ট করা উচিত নয়। তাঁর এহেন মন্তব্যে কার্যতই সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে।

এই বছর হোলি, শুক্রবারের নামাজ এবং শব-ই-বরাত একই দিনে পড়েছে। আসলে এই কারণেই দুদিন আগে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি ইমাম ইদগাহের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতে একে অপরের ধর্মীয় অনুভূতির কথা মাথায় রেখে শান্তি এবং সৌভাতৃত্বপূর্ণ ভাবে দিনটি পালনের কথা বলা হয়েছে।

এই সৌভাতৃত্বের আহ্বান জানিয়েই যেসব মসজিদে দুপুর সাড়ে ১২ টা থেকে জুম্মার নামাজ হয় সেখানে সেই নামাজের সময় আরও অতিরিক্ত ৩০ মিনিট বাড়ানো হয়েছে। আর সেই কারণেই মুসলমানদের সতর্ক থাকার নির্দেশ দেন ওই সমাজবাদী পার্টির সাংসদ।এই বার্তাটিই নিজের ঢঙে দিতে গিয়ে দেশজুড়ে বিতর্ক বাঁধিয়ে বসেন শফিকুর রহমান। এদিন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে তিনি মূলত সৌভাতৃত্ব এবং সৌহার্দ্যর কথাই বলতে চাইলেও যা বলেন তাতে পুরো বিষয়টির অর্থই পরিবর্তিত হয়ে যায়।

তিনি বলেন, ‘হিন্দুরা যখন খোলি খেলবেন তখন যেন সেই এলাকা এড়িয়ে চলেন মুসলিমরা। রঙ খেলার সময় মুসলিমরা সেই এলাকায় গেলে পরিবেশ নষ্ট হতে পারে।’ এদিন পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ এবং প্রশাসনকেও সহযোগিতার আহ্বাব দিয়েছেন তিনি। শহরে উৎসব চলাকালীন যাতে কোনও রকম অযাচিত ঘটনা না ঘটে সেই ব্যাপারে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন শফিকুর রহমান।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর