গান্ধী মূর্তির কাছে বসা নিয়ে লড়াই কংগ্রেস ও সপা মধ্যে! আত্মহত্যা করার চেষ্টা করলেন কংগ্রেস নেতা

২ অক্টোবর গান্ধী মূর্তির সামনে কারা বসবে? এ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব দেখা গেল দুই রাজনৈতিক দলের মধ্যে। মুরাদাবাদের সিভিল লাইন থানা এলাকায় থাকা গান্ধী মূর্তির সামনে বসা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতাদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

উত্তেজনা এতটাই চরমে পৌঁছে যায় যে কংগ্রেসের জেলা সভাপতি নিজেকে আগুনে জ্বালিয়ে নেওয়ার জন্য উদ্যত হন। যদিও ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা কংগ্রেস নেতাকে আগুন জ্বালানো থেকে আটকে দেন। কংগ্রেসের জেলা সভাপতি বিনোদ গুম্বার নিজের গায়ে পেট্রোল ঢেলে নেন এবং আগুন লাগিয়ে নেওয়ার চেষ্টা করেন। যারপর পুলিশ দৌড়ে এসে উনাকে বলপূর্বক আটকে দেয়।

যারপর উনাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। কংগ্রেসের দাবি, তারা গান্ধী মূর্তির কাছে বসার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রেখেছিল। তা সত্বেও সমাজবাদী পার্টির নেতারা গুন্ডাগিরি করে জায়গা ছিনিয়ে নেয়। জায়গা দখল করে কংগ্রেসের লোকজনদের তাড়িয়ে দেওয়া হয়।

এতেই অসন্তোষ প্ৰকাশ করে কংগ্রেস নেতা নিজেকে জ্বালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কংগ্রেস নেতার চোখে পেট্রোল ঢুকে গেছে বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে কংগ্রেস আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।


সম্পর্কিত খবর