উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে মমতা ব্যানার্জীর সাহায্য চাইলেন অখিলেশ, রাখলেন বড় ডিমান্ড

বাংলাহান্ট ডেস্ক: সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুরুপের তাস করতে চায় সমাজবাদী পার্টি। সোমবার এমনটাই জানালেন সমাজবাদী পার্টির সহ সভাপতি কিরণময় নন্দা। এই ব্যাপারে আজ সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করার কথা আছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে নন্দা জানিয়েছেন, ‘ বাংলার বিধানসভা  নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়েছেন তা প্রশংসনীয়। সেই লড়াই গোটা দেশ দেখেছে। তাই আমাদের দল চায় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়েই প্রচার করুন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে অবশ্য সমস্ত সহায়তা করবেন বলে দলের সভাপতি অখিলেশ যাদবকে আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী’।

কার্যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করতে শোনা যায় সমাজবাদী পার্টির এই নেতাকে। বাংলার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াইকে বিরোধীদের জন্য শিক্ষনীয় বলেই আখ্যা দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় এই প্রচারে সহায়তা সংক্রান্ত বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক সারবেন নন্দা।

চলতি বছরেই উত্তরপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। যোগী গড়ে বিজেপিকে কোনঠাসা করতে মরিয়া দেশের বিরোধী শিবির। অন্যদিকে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিকে গোহারা হারানোর পর কার্যতই বিরোধীদের মধ্যে অনেকখানি স্পটলাইট কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার যোগীরাজ্য জয়ের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই হাতিয়ার করতে চায় সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের এই নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা দেশের। তাই সেখানে বিরোধী শিবিরের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন পর্যবেক্ষক মহল।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর