বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করেছে চন্দ্রপৃষ্ঠে। সেখান থেকে একের পর এক তথ্য পাঠাচ্ছে চন্দ্রযান (Chandrayaan-3)। কিন্তু এরই মধ্যে এক আজব দাবি করে বসলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ অধ্যাপক রামগোপাল যাদব (Ram Gopal Yadav)।
বৃহস্পতিবার রাজ্যসভায় চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে তাঁর ভাবনা সকলের সঙ্গে ভাগ করেন রামগোপাল। সেই সময় ইসরোর কাছে একটি হাস্যকর অনুরোধ করেন তিনি। যা নিয়ে রীতিমতো হাসির রোল উঠছে। তিনি বলেন, ‘আমরা আমাদের বিজ্ঞানীদের অনুরোধ করব, চাঁদের (Moon) বিশ্রী ছবিগুলি জনসাধারণের কাছে দেখানোর পরিবর্তে গবেষণার জন্য রাখতে। এগুলি জনসাধারণের কাছে প্রকাশ করা উচিত নয়। কারণ, এটি তাদের হৃদয়কে আঘাত করবে, যারা পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহটিকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখেন।’
তিনি আরও বলেন, ‘চাঁদের নারী নাম শশী প্রভা এবং চন্দ্র প্রভা। অন্যদিকে, চাঁদের পুরুষ নাম সুভাষ চাঁদ, মানিক চাঁদ। চাঁদের অপরূপ সৌন্দর্যের কারণে তার পুরুষ এবং নারী দু’ধরনেরই নাম রয়েছে।’
উল্লেখ্য, এটাই প্রথম নয় যেখানে ভারতীয় কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব চন্দ্রযান নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর আগে বলেছেন, ‘আমার মনে আছে রাকেশ রোশন যখন চাঁদে অবতরণ করেছিলেন, তখন ইন্দিরা গান্ধী তাঁকে জিজ্ঞাসা করেছিলেন সেখান থেকে ভারতকে কেমন দেখায়।’
উল্লেখ্য, মহাকাশচারী রাকেশ শর্মার সঙ্গে পরিচালক রাকেশ রোশনকে গুলিয়ে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, এরপর আবার তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) চাঁদে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছেছিলেন তখন রাকেশকে জিজ্ঞাসা করেছিলেন, চাঁদ থেকে ভারতকে কেমন দেখায়।’ আর এবার চাঁদকে কুৎসিত বলে মন্তব্য করে ইসরোর বিজ্ঞানীদের কাছে আজব দাবি করলেন সমাজবাদী পার্টির সাংসদ।