প্রাক্তন স্বামীর সঙ্গে একঘরে আটকে পড়লে কী করবেন? নাগা চৈতন‍্য সম্পর্কে বিষ্ফোরক সামান্থা

বাংলাহান্ট ডেস্ক: তারকা হওয়া সহজ নয়। অনুরাগীদের আতশ কাঁচের নীচে চলে আসে ব‍্যক্তিজীবন। প্রিয় তারকা জুটির বিচ্ছেদ হলে কৈফিয়ত চায় ভক্তরাও। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সামান্থা রুথ প্রভুকেও (Samantha Ruth Prabhu)। প্রাক্তন স্বামী নাগা চৈতন‍্যর (Naga Chaitanya) সঙ্গে তাঁর বিচ্ছেদটা মানতে পারেননি অনেকেই। উঠেছে প্রশ্ন, ছড়িয়েছে গুজব। ‘কফি উইথ করন’এ এসে বিষয়টা নিয়ে মুখ খুললেন স‍্যাম।

বলিউডে তিনি আগেই পা রেখেছেন। এবার ডেবিউ করলেন কফি উইথ করনেও। ভাঙা বিয়ে, প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক, গুজব সব কিছু নিয়েই এদিন খুল্লমখুল্লা কথা বলেন সামান্থা। তাঁর কাছে করনের প্রশ্ন ছিল, বিচ্ছেদের পর কি দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে? উত্তরে অভিনেত্রী বলেন, তাঁদের দুজনকে যদি একই ঘরে আটকে রাখা হয় তাহলে ধারালো জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। নয়তো খুনোখুনি হতে পারে।

Samantha naga
তবে সামান্থা এও বলেন, এখন তাঁদের মধ‍্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই ঠিকই। কিন্তু ভবিষ‍্যতে হয়তো হতেও পারে। বিচ্ছেদের পরে ট্রোলিংয়ের জন‍্যও নিজেকেই দোষ দেন সামান্থা। কারণ তাঁর মতে, নিজের ব‍্যক্তিগত জীবনটা বেশিই জনসমক্ষে এনে ফেলেছিলেন তিনি। তাই যখন তাঁরা আলাদা হয়ে যান স্বাভাবিক ভাবেই অনুরাগীরা প্রশ্ন করেছিলেন। কিন্তু উত্তর ছিল না সামান্থার কাছে।

অভিনেত্রী বলেন, সবথেকে খারাপ গুজব শুনেছিলেন, তিনি নাকি ২৫০ কোটি টাকা খোরপোশ নিয়েছেন! অভিনেত্রী মজা করে বলেন, রোজ সকালে উঠেই তিনি ভয়ে ভয়ে থাকতেন। এই বুঝি বাড়িতে আয়কর দফতর হানা দিল।

প্রসঙ্গত, ‘ফ‍্যামিলি ম‍্যান সিজন ২’ তে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সামান্থা। তবে হিন্দি সিনেমাতেও জলদিই ডেবিউ করতে চলেছেন তিনি। সূত্রের খবর মানলে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড প্রোজেক্ট ‘সিটাডেল’ এর ভারতীয় সংষ্করণে অভিনয় করবেন সামান্থা এবং বরুণ ধাওয়ান। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাস থেকেই শুটিং শুরু যাওয়ার কথা। অন‍্যদিকে নাগা চৈতন‍্যকে দেখা যাবে ‘লাল সিং চাড্ডা’তে।

Niranjana Nag

সম্পর্কিত খবর